Advertisement

Trump Biden: ট্রাম্পের শপথের মাসেই পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা বাইডেনের, কেন জানেন?

জানুয়ারি জুড়ে পতাকা অর্ধনমিত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর শোকজ্ঞাপনের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন জো বাইডেন। এদিকে বিদায়ী প্রেসিডেন্টের এই ঘোষণায় মোটেও খুশি নন ডোনাল্ড ট্রাম্প। কারণ চলতি মাসেই তাঁর শপথ গ্রহণের কথা। আর এমন সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 05 Jan 2025,
  • अपडेटेड 7:07 PM IST

জানুয়ারি জুড়ে পতাকা অর্ধনমিত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর শোকজ্ঞাপনের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন জো বাইডেন। এদিকে বিদায়ী প্রেসিডেন্টের এই ঘোষণায় মোটেও খুশি নন ডোনাল্ড ট্রাম্প। কারণ চলতি মাসেই তাঁর শপথ গ্রহণের কথা। আর এমন সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

গত ২৯ ডিসেম্বর, ২০২৪-এ প্রয়াত হন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। জিমি কার্টারের প্রয়াণে শোকবার্তা দেওয়ার সময় প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দেন, আগামী ৩০ দিন দেশজুড়ে পতাকা অর্ধেক নামিয়ে রাখা হবে। এদিকে এই ৩০ দিনের মধ্যেই- আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান। 

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এই রীতি নতুন নয়। ১৯৫৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইসেনহাওয়ার এই নীতির ঘোষণা করেছিলেন। তাঁর 'প্রোক্লেমেশন' অনুযায়ী, যখন কোনও প্রেসিডেন্ট বা প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত হন, তার পরের ৩০ দিনই পতাকা অর্ধনমিত রাখার সঠিক সময়। সমস্ত ফেডেরাল সরকারি বিল্ডিং তো বটেই, মার্কিন দূতাবাস, সামরিক ভবন, জাহাজের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। 

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে দেশব্যাপী শোকদিবস পালিত হবে। ওয়াশিংটন ন্যাশানাল ক্যাথিড্রালে সরকারি অন্ত্যেষ্টিক্রিয়ার কথাও জানিয়েছেন বাইডেন। সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও আসার কথা। 

জিমি কার্টারের প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন ডোনাল্ড ট্রাম্পও। যদিও জিমি কার্টারের সঙ্গে তাঁর আদর্শগত পার্থক্যের উল্লেখও করেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, 'ওনার সঙ্গে আমার আদর্শগত ও রাজনৈতিক ভিন্নতা থাকলেও, আমার উপলব্ধি এটাই যে, উনি আমাদের দেশকে সত্যিই ভালবাসতেন এবং শ্রদ্ধা করতেন।' তিনি আরও বলেন, 'তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সুন্দর একটি জায়গা হিসাবে গড়ে তোলার জন্য় পরিশ্রম করেছিলেন, আর সেই কারণে আমি তাঁকে আমার সম্মান জানাই।'

Advertisement

তবে এরপরেই পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন। ট্রাম্প আরও এক পোস্টে লেখেন, 'সম্ভবত এই প্রথমবার, জিমি কার্টারের প্রয়াণের কারণে নবনির্বাচিত প্রেসিডেন্টের দায়ভার গ্রহণের সময় পতাকা অর্ধনমিত থাকবে।' তিনি লেখেন, 'এমনটা কেউ-ই দেখতে চান না। কোনও মার্কিন নাগরিকই এটা নিয়ে সুন্তুষ্ট নন। দেখা যাক কী হয়।'

যদিও উল্লেখ্য, এর আগে ১৯৭৩ সালের ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শপথগ্রহণের দিন, পতাকা অর্ধনমিত ছিল। কেন? কারণ তার আগে, ২৬ ডিসেম্বর ১৯৭২-এ প্রাক্তন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান প্রয়াত হয়েছিলেন।

Read more!
Advertisement
Advertisement