কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথার বলার পর বরফ কিছুটা গলল। আপাতত শুল্ক যুদ্ধ স্থগিত হয়ে গেল। মেক্সিকো, কানাডার পণ্যের উপর আমেরিকায় শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার থেকেই তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রুডোর সঙ্গে কথা বলার পর সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠলেন ট্রাম্প। আপাতত ৩০ দিনের জন্য কানাডার উপর চাপানো শুল্কের উপর স্থগিতাদেশ ঘোষণা করল আমেরিকা। এর আগে, শুল্কের হাত থেকে রেহাই পেয়েছে মেক্সিকোও।
কানাডার উপর ২৫ শতাংশ শুল্ক জারি করেছিল আমেরিকা। যা রীতিমতো দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের শুরু বলে মনে করা হয়েছিল। সীমান্ত সুরক্ষা জোরদার করার ব্যাপারে কানাডার সহযোগিতা করার প্রতিশ্রুতি পাওয়ার পরই শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সাময়িক পিছু হঠেছেন ট্রাম্প।
প্রসঙ্গত, অবৈধ অভিবাসী ও মাদক পাচার নিয়ে দুই পড়শি দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা গত শনিবার ঘোষণা করেন ট্রাম্প। সেই সঙ্গে চিনে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন তিনি।
কানাডার আগে, মেক্সিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তাঁরা অবিলম্বে এক মাসের জন্য মেক্সিকোতে শুল্ক বন্ধ করতে সম্মত হয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন যে আমেরিকায় মাদক চোরাচালান ঠেকাতে মেক্সিকো সীমান্তে অবিলম্বে ১০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করবে। তারপরেই শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন ট্রাম্প।
ট্রাম্প নিজেও এক্স হ্যান্ডলে জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা নিয়ে কানাডার আশ্বাসের পর তিনি সন্তুষ্ট। তাই আপাতত ৩০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করা হচ্ছে।