Advertisement

Trump Zelenskyy Meet: 'এই স্যুটে তোমায় দারুণ দেখাচ্ছে,' ৬ মাসে ভোলবদলে জেলেনস্কির পোশাকের প্রশংসা ট্রাম্পের

ঠিক ৬ মাসে আগে ক্যাজুয়াল পোশাক পরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে আমেরিকায় চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। সোমবার তাঁকে দেখে চমকে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।

ফেব্রুয়ারির বৈঠক (বাঁ দিকে), সোনমবারের বৈঠক (ডান দিকে) ফেব্রুয়ারির বৈঠক (বাঁ দিকে), সোনমবারের বৈঠক (ডান দিকে)
Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 7:48 AM IST
  • ৬ মাস আগে পোশাকের জন্য সমালোচিত
  • সোমবার সেই জেলেনস্কির পোশাক দেখে চমকে গেলেন ট্রাম্প
  • কটাক্ষ করা সেই রিপোর্টারকে কী জবাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট?

ব্যবধান মাত্র ৬ মাসের। আর তাতেই সম্পূর্ণ বদলে গেল ওভাল অফিসের মেজাজ। গত ফেব্রুয়ারি মাসে যেখানে ভর্ৎসিত এবং কটাক্ষের শিকার হয়েছিলেন, সেখানেই সাড়ম্বরে স্বাগত জানাল হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কিকে। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে এসে নিজের পোশাকের জন্যও সমালোচিত হয়েছিলেন জেলেনস্কি। সোমবারের বৈঠকে তাঁর স্যুট দেখে চমকে গেলেন ট্রাম্প। বললেন, 'আমি বিশ্বাসই করতে পারছি না। দারুণ পছন্দ হয়েছে আমার।'

রুশ-ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতার প্রচেষ্টার লক্ষ্যে ভ্লাদিমির পুতিনের পর এবার ভলোদেমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন আমেরিকার প্রেসিডেন্ট। ওভাল অফিসে তাঁকে কালো ব্লেজার, স্টাইলিশ জ্যাকেট, কলার্ড শার্ট-প্যান্ট এবং কমব্যাট বুটে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ট্রাম্প। সাধারণত ক্যাজুয়াল মিলিটারি টি-শার্টেই দেখা যায় জেলেনস্কিকে। সেই পোশাকেই গত ফেব্রুয়ারিতে তিনি চলে গিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। যা মোটে পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্টের। 

সোমবার ওভাল অফিসে নিজের পোশাকের জন্য ট্রাম্পের থেকে প্রশংসা পেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, 'এটাই আমার সেরা পোশাক।' ফেব্রুয়ারি মাসের অস্বস্তিকর, গুমোট পরিবেশের সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গিয়েছে সোমবারের হোয়াইট হাউসে। হাল্কা মেজাজে কথা বলতে দেখা যায় দুই রাষ্ট্রপ্রধানকে। 

সেখানে গত ফেব্রুয়ারি মাসে ওভাল অফিসের সেই বৈঠকের পরিস্থিতিই অন্যরকম হয়ে উঠেছিল। একে অন্যের কথার উপর কথা বলা, সংবাদমাধ্যমের সামনেই একে-অন্যের কথার বিরোধিতা এবং দু'তরফেই অসম্মানজনক চাহনি দেখা গিয়েছিল। বৈঠক শেষে ইউক্রেনকে সাহায্য বন্ধ করে দেওয়ার ভয়ও দেখিয়েছিলেন ট্রাম্প। সেদিন এক রিপোর্টার জেলেনস্কিকে প্রশ্নও করে ফেলেছিলেন, কেন তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে একটি স্যুট অন্তত পরে এলেন না। সেই রিপোর্টারকেই সোমবার বলতে শোনা গেল, 'এই স্যুটে আপনাকে দারুণ দেখতে লাগছে।' সঙ্গে সঙ্গে পাশ থেকে ট্রাম্প বলে ওঠেন, 'আমিও একই কথা বলেছি ওকে।' ঠিক তখনই কটাক্ষসূচক হেসে জেলেনস্কি বলে ওঠেন, 'আরে আপনাকে তো আমি চিনি, আপনি সেই একই স্যুটে চলে এসেছেন! দেখুন আমি কিন্তু বদলে গিয়েছি। আপনি বদলাতে পারেননি।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement