Advertisement

Donald Trump Shooting: 'কানের উপরটা ভেদ করে গুলি চলে গেল,' ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ট্রাম্প

এদিন ট্রাম্পের নির্বাচনী সভা চলছিল। জো বাইডেন এবং তাঁর প্রশাসনের কড়া সমালোচনা করছিলেন। এমন সময়েই হঠাৎ দুম-দুম শব্দ। কোনও কিছু বুঝে ওঠার আগেই কানটা চেপে ধরলেন ট্রাম্প। তারপরেই নিচু হয়ে পোডিয়ামের আড়ালে বসে গেলেন। ছুটে এলেন সিক্রেট সার্ভিসের দেহরক্ষীরা। সবাই মিলে ঘিরে একটা মানব-চাদরে ঢেকে দিলেন।

ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির পর।
Aajtak Bangla
  • বাটলার,
  • 14 Jul 2024,
  • अपडेटेड 8:36 AM IST

'আমার ডান কানের উপরের অংশ ভেদ করে গুলি চলে গেল...'

শনিবার পেনসিলভানিয়ার বাটলারে 'গুলিবিদ্ধ' হওয়ার পর প্রথম বিবৃতিতে এমনটাই বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন US প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা বলছেন, ভাগ্যের জোরে রক্ষা পেয়েছেন তিনি।

এদিন ট্রাম্পের নির্বাচনী সভা চলছিল। জো বাইডেন এবং তাঁর প্রশাসনের কড়া সমালোচনা করছিলেন। এমন সময়েই হঠাৎ দুম-দুম শব্দ। কোনও কিছু বুঝে ওঠার আগেই কানটা চেপে ধরলেন ট্রাম্প। তারপরেই নিচু হয়ে পোডিয়ামের আড়ালে বসে গেলেন। ছুটে এলেন সিক্রেট সার্ভিসের দেহরক্ষীরা। সবাই মিলে ঘিরে একটা মানব-চাদরে ঢেকে দিলেন।

এরপর ট্রাম্প উঠে দাঁড়াতেই দেখা যায় তাঁর গালে ফিনকি দিয়ে রক্তের দাগ। নিরাপত্তা রক্ষীদের বেষ্টনী থেকে হাত বাড়িয়েই ইঙ্গিত করলেন, 'ঠিক আছি, সাহস রাখো।' মুষ্টিবদ্ধ হাতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসন্ন নির্বাচনে সেই ছবি যে রিপাবলিকানদের উৎসাহ জোগাবে, তা বলাই বাহুল্য।

ঘটনার পরপরই ট্রাম্পকে ঘিরে ধরে বের করে নিয়ে যান সিক্রেট সার্ভিস এজেন্টরা। তাঁকে এরপর সভামঞ্চের কাছেই রাখা বুলেটপ্রুফ SUV-তে তুলে নেওয়া হয়। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের।

বন্দুকধারী আততায়ীকে পাল্টা হামলা করে খতম করেছেন মার্কিন নিরাপত্তাকর্মীরা। এই ঘটনায় সভায় উপস্থিত একজন রিপাবলিকান পার্টি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অপর একজনের অবস্থা গুরুতর।

শনিবারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।'
 

ট্রাম্প নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, 'আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হয়েছে। গুলির শব্দ শুনতে পেলাম এবং বুলেটটা আমার কানের চামড়া ভেদ করে চলে গেল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।'

দ্রুত প্রতিক্রিয়ার জন্য সিক্রেট সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। এর পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement

'এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে। বন্দুকধারীর সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি,' যোগ করেন তিনি।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, সভাস্থলের কাছাকাছি একটি উঁচু স্থান থেকে গুলি চালিয়েছিল বন্দুকধারী। সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে।

এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলেরই নেতারা তীব্র নিন্দা করেছেন। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।


উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেনের মুখোমুখি লড়বেন ট্রাম্প। তার ঠিক চার মাসের আগের এই ঘটনা যে নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement