Advertisement

Donald Trump: নতুন শুল্ক নীতিতে ৯০ দিনের ছাড় ঘোষণা, শুল্ক বাড়ল এই দেশের

আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চিন এই ছাড় পাচ্ছে না। বরং তাদের ক্ষেত্রে শুল্ক আরও বেড়েছে। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চিনা পণ্যের উপর এ বার ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য্য হবে।

বাণিজ্য আলোচনার মধ্যে ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছেন, চীনের উপর শুল্ক ১২৫% বৃদ্ধি করেছেনবাণিজ্য আলোচনার মধ্যে ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছেন, চীনের উপর শুল্ক ১২৫% বৃদ্ধি করেছেন
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 10 Apr 2025,
  • अपडेटेड 12:33 AM IST

আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চিন এই ছাড় পাচ্ছে না। বরং তাদের ক্ষেত্রে শুল্ক আরও বেড়েছে। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চিনা পণ্যের উপর এ বার ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য্য হবে।

আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর কিছুদিন আগেই ‘পারস্পরিক শুল্কে’র কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই তালিকায় চিন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত বা ইজরায়েলের মতো আমেরিকার ‘বন্ধু রাষ্ট্র’ও ছিল। হোয়াইট হাউস থেকে গত সপ্তাহেই জানানো হয়, এই শুল্কনীতির বিষয়ে অনেক দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাইছে। হোয়াইট হাউসের অর্থনৈতিক কাউন্সিলের অধিকর্তা কেভিন হ্যাসেট জানিয়েছিলেন, ৫০টিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে। ঘটনাচক্রে, গত বেশ কয়েক দিন ধরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে আমেরিকার। বুধবার বিকেলেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল জানিয়েছিলেন, শুল্ক এবং বাণিজ্য প্রসঙ্গে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।

ট্রাম্পের শুল্কনীতি ঘিরে আমেরিকার অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছিল। গত সপ্তাহে আমেরিকায় ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে ব্যাপক পরিসরে আন্দোলন হয়েছিল মার্কিন মুলুকে। হাজার হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি-সহ আমেরিকার সব বড় শহরে মার্কিন জনতা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল তাঁর শুল্কনীতিও।

Read more!
Advertisement
Advertisement