Advertisement

Giorgia Meloni: মেলোনিকে নিয়ে কত চিন্তা! ট্রাম্প 'ফ্লার্ট' করলেন, তুরস্কের প্রেসিডেন্ট সিগারেট কমাতে বললেন, VIRAL

ইজিপ্টে গিয়ে লাইমলাইট কেড়ে নিলেন জর্জিয়া মেলোনি। ইতালির প্রেসিডেন্টকে সুন্দরী বলে প্রশংসায় ভরালেন ট্রাম্প। এদিকে, এরদোগানের পরামর্শ, আপনি ধূমপান করা কমান। চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন জর্জিয়া মেলোনি।

জর্জিয়া মেলোনি জর্জিয়া মেলোনি
Aajtak Bangla
  • শর্ম-এল-শেখ, ইজিপ্ট ,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 11:37 AM IST
  • গাজা শান্তি চুক্তিতে লাইমলাইটে ছিলেন মেলোনি
  • ট্রাম্প তাঁকে সুন্দরী বলে প্রশংসায় ভরালেন
  • এরদোগান বললেন, সিগারেট খাওয়া কমাতে

গাজা শান্তি চুক্তি বৈঠকে ভাইরাল জর্জিয়া মেলোনির একের পর এক মুখভঙ্গি। কখনও ট্রাম্পকে শেহবাজের নোবেল পুরস্কারে ভূষিত করার কথা শুনে মুখ বুঁজে হাসা আবার কখনও ট্রাম্পের থেকে সুন্দরী কমপ্লিমেন্ট শুনে গদগদ হয়ে পড়া। পুরুষ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের ভিড়ে একমাত্র মহিলা রাষ্ট্রপ্রধানের সঙ্গে কার্যত ফ্লার্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। আবার তাঁর জন্য চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়লেন তুরস্কের প্রেসিডেন্ট। ইজিপ্টে লাইমলাইট কেড়ে নিলেন ইতালির প্রধানমন্ত্রী।

স্টেজেই হাসলেন মুখ বুঁজে
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। ওই পুরস্কারের জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে নিজে একাধিকবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৮টি যুদ্ধ থামিয়ে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ তিনি রক্ষা করেছেন বলেও উল্লেখ করেছেন। এবার তাঁর দাবিকে সমর্থন করে ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরফ। ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেওয়ার সময়ে পাক প্রধানমন্ত্রীর কথা শুনে পিছনে দাঁড়িয়ে থাকা জর্জিয়া মেলোনির মুখভঙ্গিমা ভাইরাল হয়ে গিয়েছে। পাক প্রধানমন্ত্রী বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন উনি। ওঁর মতো মানুষকেই পৃথিবীতে এখন দরকার।' মেলোনি তখন নিজের হাসি কিছুতেই চাপতে পারছেন না। মুখ বিকৃত করে, মুখ হাত চাপা দিয়ে কোনওমতে নিজেকে সামলেছেন। যা চোখ এড়ায়নি কারওই। আর তার সেই প্রতিক্রিয়া মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

ট্রাম্পের প্রশংসা
তাবড় দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে জর্জিয়া মেলোনি ছিলেন একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। মঞ্চে ভাষণ দেওয়ার সময়ে মেলোনির রূপের প্রশংসা করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'আমাদের মাঝে একজন তরুণী রয়েছেন। বাকিটা আর বলতে পারছি না। আমেরিকায় সাধারণত কোনও মহিলাকে সুন্দর বললে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়। তবে এক্ষেত্রে আমি ঝুঁকি নেব। আপনাকে সুন্দর বললে আশা করি আপনি রাগ করবে না। তাই বলছি, আপনি খুব সুন্দর।'

Advertisement

সিগারেট খাওয়া নিয়ে পরামর্শ
গাজা শান্তি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গেও সাক্ষাৎ হয় জর্জিয়া মেলোনির। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করার পর তিনি বলেন, 'তুমি খুব সুন্দরী কিন্তু সিগারেট খাওয়া কমাও।' জবাবে মেলোনি বলেন, 'হ্যাঁ, জানি জানি।' সেখানে উপস্থিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তখন এই কথোপকথন শুনে হাসিতে ফেটে পড়েন। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

Read more!
Advertisement
Advertisement