Advertisement

Donald Trump On Iran: এবার ইরানে হামলার তোড়জোড় আমেরিকার? যা জানা যাচ্ছে...

ভেঙে পড়া অর্থনীতি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ইরানে এই মুহুর্তে চলছে সরকারি বিরোধী আন্দোলন। জনরোষ দমাতে হত্যা করা হচ্ছে আন্দোলনকারীদের, মানবাধিকার কমিশন সংখ্যা প্রকাশ করে জানিয়েছে। এই অবস্থায় এবার ইরানকে কড়া হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 9:36 AM IST
  • ইরানকে কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের
  • আরও মানুষ মারলে ছেড়ে কথা বলবে না আমেরিকা
  • জন আন্দোলন নিয়ে ইরানকে চরম হুঁশিয়ারি

ভেনিজুয়েলায় ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্টকে অপহরণ করে সে দেশকে প্রায় কব্জায় করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে প্যাঁচে ফেলার তোড়জোর করছেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবারই দেশটিকে সতর্ক করে তিনি বলেছেন, 'এই মুহূর্তে ইরানে যে বিক্ষোভ চলছে, তাতে আরও মানুষ নিহত হওয়ার খবর এলে আমেরিকা খুব কঠোর ভাবে আঘাত করবে।'

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, 'আমরা বিষয়টি খুব কড়া ভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি আবার হত্যালীলা শুরু করে তবে আমেরিকার পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে।'

আর্থিক বৈষম্য এবং টালমাটাল পরিস্থিতি নিয়েই ইরানে চলছে বিক্ষোভ। গত ২৮ ডিসেম্বর তেহরানে দোকানিদের ধর্মঘটের মধ্যে দিয়ে আন্দোলনের সূত্রপাত হয়। যা বর্তমানে দ্বিতীয় সপ্তাহে পা রাখল। 

মানবাধিকার সংগঠনগুলির মতে, ইরানে এক সপ্তাহের বিক্ষোভে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মুদ্রাস্ফীতির কারণে তৈরি এই আন্দোলন দেশজুড়ে প্রবল শাসকবিরোধী জনরোষ তৈরি করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ তৈরি হয়েছে দফায় দফায়। 

সপ্তাহজুড়ে নিহত ও গ্রেফতারের খবর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংগঠন উভয়ই প্রকাশ করেছে। যদিও তাদের দেওয়া সংখ্যায় পার্থক্য রয়েছে। 

গত ৩ বছরের মধ্যে এটি ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। অর্থনীতি ভেঙে পড়া, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং রাজনৈতিক দুর্বলতার প্রেক্ষাপটে এই অস্থিরতার সময়ে ইরানের শীর্ষ নেতারা আগের তুলনায় কিছুটা নরম অবস্থান নিয়েছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। 

 

Read more!
Advertisement
Advertisement