Advertisement

Gaza Ceasefire: 'গাজায় যুদ্ধবিরতির শর্তে রাজি ইজরায়েল,' দাবি ট্রাম্পের, বল এবার হামাসের কোর্টে

ইজরায়েল অবশেষে গাজায় হামলা থামাতে রাজি হয়েছে। এমনকী যুদ্ধবিরতির প্রাথমিক শর্তও মেনে নিয়েছে তারা। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পালা হামাসের।

Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 05 Oct 2025,
  • अपडेटेड 7:59 AM IST
  • ট্রাম্পের দাবি, ইজরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্তে রাজি
  • হামাসকে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের
  • এবার হামাসের জবাবের অপেক্ষায় বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গাজায় সাময়িক বোমাবর্ষণ বন্ধ করে দিয়েছে ইজরায়েল। পাশাপাশি গাজা থেকে তাদের সেনা প্রত্যাহারে জন্য প্রাথমিক শর্তাবলীতেও রাজি হয়েছে নেতানিয়াহুর দেশ। এ কথা ঘোষণার পরই তিনি হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। হামাস দ্রুত সম্মতি দিলে যুদ্ধবিরতি কার্যকর হবে। পণবন্দিরাও মুক্তি পাবে। ফলে এখন জঙ্গি গোষ্ঠীর জবাবের অপেক্ষায় বিশ্ব। অপেক্ষায় ট্রাম্পও। 

নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডল ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস যাতে দ্রুত শান্তি পরিকল্পনা মেনে নেয়, সেই হুঁশিয়ারিই দিয়ে রাখা হয়েছে। ট্রাম্প লিখেছেন, 'আলোচনার পর ইজরায়েল প্রাথমিক শর্তাবলী মেনে নিয়েছে। যা আমরা হামাসকে দেখিয়েছি এবং জানিয়েছি। যখন হামাস নিশ্চিত করবে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। পণবন্দিদেরও নিয়ে আসা হবে। এ বিষয়ে আর কোনও বিলম্ব সহ্য করব না।'

এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য, 'আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত পণবন্দিদের মুক্তি দেওয়া হবে। তবে ইজরায়েল গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে না।'

প্রসঙ্গত, গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যে হামাসকে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সেই প্রস্তাবে রাজিও হয়েছিল জঙ্গি গোষ্ঠীটি। তারপরই গাজায় হামলা বন্ধের জন্য ইজরায়েলকে নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু ইজরায়েল নিজের অবস্থান থেকে বিন্দুমাত্রও পিছু হটেনি। শনিবারও গাজায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। ঘটনায় ৬ জন প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়। তবে ট্রাম্প আবার দাবি করেছেন, গাজায় বোমাবর্ষণ সাময়িক বন্ধ রেখেছে ইজরায়েল। ফলে এবার বল হামাসের কোর্টে।  

 

Read more!
Advertisement
Advertisement