Advertisement

Donald Trump : 'গাজায় যুদ্ধ শেষ', ঘোষণা ট্রাম্পের; ইজরায়েলি বন্দীদের অবশেষে মুক্তি দিল হামাস

গাজায় যুদ্ধ শেষ হয়েছে। ইজরায়েল রওনা হওয়ার আগেই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, 'যুদ্ধ শেষ হয়েছে। আজ দারুণ দিন।

Doland Trump Doland Trump
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 3:16 PM IST
  • গাজায় যুদ্ধ শেষ হয়েছে
  • ইজরায়েল রওনা হওয়ার আগেই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজায় যুদ্ধ শেষ হয়েছে। ইজরায়েল রওনা হওয়ার আগেই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, 'যুদ্ধ শেষ হয়েছে। আজ দারুণ দিন। বলা যায় নতুনভাবে শুরু হবে সব কিছু।' মার্কিন নেতার আরও দাবি, হামাস অস্ত্র ছাড়ার প্রস্তাব মেনে নিয়েছে। তারা সেই মোতাবেক কাজ করবে। 

এদিকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস ২০ জন ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে। তাঁদের দুই ধাপে মুক্তি দেওয়া হয়। প্রথম ধাপে সকালে সাতজনকে ও পরে ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা দুই বছর পর নিজের দেশে ফিরছেন। যাঁদের মুক্তি দেওয়া হয়েছে তাঁরা হলেন, এভিয়াটার ডেভিড, অ্যালন ওহেল, আভিনাটান ওর, এরিয়েল কুনিও, ডেভিড কুনিও, নিমরোদ কোহেন, বার কুপারস্টাইন, ইয়োসেফ চেইম ওহানা, সেগেভ কালফন, এলকানা বোহবোট, ম্যাক্সিম হারকিন, এইটান হর্ন এবং রম ব্রাস্লাভস্কি। এদিকে ইজয়ারেলও ১৯০০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। রেড ক্রসের হাতে স্থানান্তরিত হওয়ার আগে ইজরায়েলি পণবন্দীরা ভিডিওকলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 

গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। ২০ দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছেন তিনি, যা কেবল যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বানই জানাচ্ছে না, এর পাশাপাশি গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার জন্য একটি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে। হামাসকে হুঁশিয়ারিও দেন তিনি। তারপরই তারা সম্মত হয়। 

এদিকে, যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ট্রাম্প গাজা শান্তি সম্মেলনে যোগদানের জন্য তার নির্ধারিত মিশর সফরের আগে ইজরায়েলে পৌঁছেছেন। তিনি সেই দেশের সংসদে ভাষণও দেবেন। ইজরায়েল থেকে ট্রাম্প যাবেন মিশরে। সেখানে সোমবার অন্তত ২০ জন রাষ্ট্রনেতার সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁর বৈঠক রয়েছে। থাকবেন প্যালেস্টাইনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভারতের তরফেও একজন প্রতিনিধি থাকতে পারেন সেখানে। 

Read more!
Advertisement
Advertisement