রাশিয়া থেকে তেল কেনার কারণেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে পৌঁছেছে, স্বীকারোক্তি ডোনাল্ড ট্রাম্পের। একটি সাক্ষাৎকারে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করা নিয়ে অকপট মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 'ভারতের উপর শুল্ক চাপানো সহজ ছিল না। এটা অনেক বড় বিষয়। এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে।'
শুক্রবার 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-কে একটি সাক্ষাৎকার দেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, 'ভারত আমাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে অন্যতম। আমি ওদের উপর ৫০% শুল্ক চাপিয়েছি। কারণ ওরা রাশিয়ার থেকে তেল কিনছে। আমি অনেক কিছু করেছি এবং এটা হয়তো আমাদের থেকেও বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।'
ফের ক্রেডিট নিতে ব্যস্ত ট্রাম্প
ফের একবার নিজর দ্বিতীয় টার্মে একাধিক যুদ্ধ থামানোর ক্রেডিট দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'আমি ৭টি যুদ্ধ থামিয়েছি। এই তালিকায় রয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধও। কঙ্গো এবং রবান্ডার মাঝে ৩১ বছর ধরে চলা যুদ্ধেরও অবসান ঘটিয়েছি। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এমন এমন যুদ্ধ থামিয়েছি যা থামছিলই না।'
'মোদী সবচেয়ে ভাল বন্ধু'
ভারতের প্রতি সুর নরম করার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছিলেন, 'আমার বিশ্বাস, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও সমস্যা হবে না।' আগামী সপ্তাহের মধ্যেই নিজের সবচেয়ে ভাল বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।
তাঁর এই মন্তব্যে প্রতিক্রিয়াও দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডলে ট্রাম্পের পোস্ট শেয়ার করে লেখেন, 'ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু। চিরকালীন সমঝোতা বজায় রাখে এই দুই দেশ। বাণিজ্যিক চুক্তি সফল করার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরাই কাজ করছেন।'
ভারত-আমেরিকার সম্পর্কের বরফ গলবে?
ট্রাম্পের সুর নরম হতেই আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছেন, দুই দেশের মধ্যে শীঘ্রই সমস্যার বরফ গলবে। মার্কিন প্রেসিডেন্ট দ্বারা মনোনীত ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে চাপানউতর মিটবে। তিনি বলেন, 'ভারত এবং আমেরিকার মধ্যে তেমন কোনও দূরত্ব নেই। দুই দেশই সমঝোতার পথে হাঁটে।'