Advertisement

‘LET BIBI GO,’ নেতানিয়াহুর বিচারে ক্ষুব্ধ ট্রাম্প, গাজা চুক্তির সমর্থনে বিস্ফোরক পোস্ট

গাজায় যুদ্ধবিরতির চুক্তি ও বন্দি বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ আলোচনা শিকেয় উঠেছে। অপ্রয়োজনীয় মামলা-মোকদ্দমাতেই ব্যস্ত করে রাখা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। এমনটাই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প।

‘বিবিকে ছেড়ে দিন!’ নেতানিয়াহুর বিচারে ক্ষুব্ধ ট্রাম্প‘বিবিকে ছেড়ে দিন!’ নেতানিয়াহুর বিচারে ক্ষুব্ধ ট্রাম্প
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 2:04 PM IST

গাজায় যুদ্ধবিরতির চুক্তি ও বন্দি বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ আলোচনা শিকেয় উঠেছে। অপ্রয়োজনীয় মামলা-মোকদ্দমাতেই ব্যস্ত করে রাখা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। এমনটাই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। গোটা বিষয়টিকে ‘রাজনৈতিক ঝাড়ফুঁকে’র বলে কটাক্ষ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই সমর্থনের সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদও দিলেন নেতানিয়াহু। 

২০১৯ সালে ইজরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ আনা হয়। তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে। এখন সেই মামলাতেই ফেঁসে নেতানিয়াহু।

শনিবার এক্স-এ (টুইটার) একটি পোস্ট করেন নেতানিয়াহু। তাতে তিনি ট্রাম্পকে ট্যাগ করে লেখেন, 'আরও একবার ধন্যবাদ @realDonaldTrump।' বলাই বাহুল্য, ট্রাম্পের সরাসরি সমর্থনে বেশ খুশি ইজরায়েলের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি সরাসরি নেতানিয়াহুর বিচারকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন। তাঁর কথায়, 'নেতানিয়াহু নিজে যুদ্ধজয়ী নায়ক। ইরানের পরমাণু হুমকির বিরুদ্ধে আমেরিকার সঙ্গে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে লড়েছেন। এখন গাজার হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তির চেষ্টা করছেন। কিন্তু এই বিচারের নামে তাঁকে সারাদিন কীভাবে কোর্টে বসিয়ে রাখা যেতে পারে? তাও আবার শুধুই কিছু ‘সিগার’ আর ‘বাগস বানির পুতুল’কে কেন্দ্র করে(ব্র্যাকেটে)! এটা বিচার নয়, পাগলামি।'

ট্রাম্প দাবি করেন, এই বিচার প্রক্রিয়ার ফলে নেতানিয়াহুর কাজে বাধা দেওয়া হচ্ছে। উপরন্তু ইরান এবং হামাসের সঙ্গে কূটনৈতিক আলোচনাও ব্যাহত হচ্ছে।

নিজের আইনি জটিলতার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তার সঙ্গেও নেতানিয়াহুর পরিস্থিতির তুলনা করেন US প্রেসিডেন্ট। বলেন, 'ওভারঅ্যাকটিভ পাবলিক প্রসিকিউটরদের এই বিচারপর্ব উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসাপরায়ণতা ছাড়া কিছুই নয়।' তিনি আরও বলেন, 'আমেরিকা ইজরায়েলকে বিপুল পরিমাণে আর্থিক ও সামরিক সাহায্য করে। তাই এই অন্যায় সহ্য করা যায় না।'

পোস্টের শেষে ট্রাম্প লেখেন, 'LET BIBI GO, HE’S GOT A BIG JOB TO DO!' অর্থাৎ, 'বিবিকে ছেড়ে দিন, ওঁর অনেক কাজ পড়ে আছে।' পরে আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন, 'MAKE THE DEAL IN GAZA. GET THE HOSTAGES BACK!!!' — গাজায় চুক্তি করুন, বন্দিদের ফিরিয়ে আনুন।

Advertisement

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে নেতানিয়াহুর সমর্থকেরা।

 

Read more!
Advertisement
Advertisement