আজ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেক্রেটারি পদে শপথ নেবেন জেডি ভ্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। মার্কিন মুলুকের ইতিহাসে এই প্রথমবার এত জাঁকজমক-সহ শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে।
ট্রাম্পের এটি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ। আর সেখানে তাবড় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতি আম্বানি।
চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যতই তিক্ততা থাক, সেদেশেও আমন্ত্রণ পাঠাতে ভোলেননি ট্রাম্প। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এর আগে শুক্রবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। তারপরেই শপথ অনুষ্ঠানে চিনের ভাইস প্রেসিডেন্টের আসার খবর প্রকাশিত হয়।
এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, এল সালভাডোরের প্রেসিডেন্ট নায়েব বুকেল, ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, পোল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েক এবং ব্রিটেনের ডানপন্থী দলের নেতারা নাইজেল পারাজ থাকবেন।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ বুশও থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।
ধনী ব্যবসায়ীদের আমন্ত্রণ
ডোনাল্ড ট্রাম্প নিজে ধনকুবের ব্যবসায়ী ছিলেন। ফলে কোটিপতি ব্যবসায়ী বন্ধুর সংখ্যা কম নয়। দেশ-সমাজের উন্নতিতে ব্যবসায়ী-শিল্পপতিদের অবদান নিয়েও তিনি বারবার মুখ খুলেছেন। ফলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পপতিদের সংখ্যাও কম নয়। এদিন আমন্ত্রণ জানানো হয়েছে টেসলা-স্পেসএক্স-এর ইলন মাস্ক, মেটার মার্ক জুকারবার্গ, অ্যাপেলের টিম কুক, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং রিলায়েন্সের মুকেশ ও নীতা আম্বানিকে।
আমেরিকার ক্যাপিটল হিলে প্রায় ৭০০ অতিথির সামনে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, দুই বাইবেলে হাত রেখে শপথ নেবেন ট্রাম্প। একটি লিঙ্কন বাইবেল। ১৮৬১ সালে আব্রাহাম লিঙ্কন এই বাইবেলে হাত রেখেই প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিলেন। তারপর থেকে এতে হাত রেখে শপথ নেওয়াই রীতি। আর অপর বাইবেলটি ট্রাম্পের নিজস্ব। ১৯৫৫ সালে তাঁর মা তাঁকে এটি দিয়েছিলেন। এই দুই বাইবেলে হাত রেখে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।