Advertisement

Earthquake In Pakistan : আজ ফের কেঁপে উঠল পাকিস্তানের মাটি, গত কয়েকদিনে পরপর ভূমিকম্প

ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। সোমবার দুপুরে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

Representative Photo Representative Photo
Aajtak Bangla
  • লাহোর ,
  • 12 May 2025,
  • अपडेटेड 3:24 PM IST
  • ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
  • সোমবার দুপুরে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়

ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। সোমবার দুপুরে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। রিখটার স্কেলে তীব্রতা ৪.৬। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তানের ২৯.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৭.২৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে। মাটি কেঁপে ওঠার ফলে ভয়ের পরিবেশ তৈরি হয়। অনেকে বাড়ি থেকে বাইরে আসেন। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি না থাকায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও পাকিস্তাব সরকার বা প্রশাসনের তরফে এখনও এই ভূমিকম্প নিয়ে কিছু জানানো হয়নি। 

গত কয়েকদিনে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার প্রথম ভূমিকম্পটি হয় বিকেল ৪টে নাগাদ। খাইবার পাখতুয়ান অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। এরপরের ভূমিকম্পটি হয় রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ভূমিকম্প হয়। তার ঠিক কিছুক্ষণ পর রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ ফের কম্পন অনুভূত হয় পাকিস্তানের মাটিতে। সেদিন পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। 

আরও পড়ুন

এরপর শনিবার সকালেও ভূমিকম্প হয় পাকিস্তানে। সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছি ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪.৯। 

পৃথিবীর ভিতরে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ করে তখন ঘর্ষণ হয়। এর ফলে প্লেটগুলো একে অপরের উপর উঠে যায় বা দূরে সরে যায়। ঠিক তখনই তখন মাটি কাঁপতে শুরু করে। একেই ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প পরিমাপের জন্য রিখটার স্কেল ব্যবহার করা হয়।

Read more!
Advertisement
Advertisement