Advertisement

Pahalgam terror attack: 'হয় আমাদের জল, না হয় তাদের রক্ত বইবে', সিন্ধু চুক্তি স্থগিতে ভুলভাল বকছেন বিলাওয়াল ভুট্টো

সিন্ধু জল চুক্তি স্থগিতের ফলে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে উঠেছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন যে দেশটি সিন্ধু সভ্যতার প্রকৃত রক্ষক। শুক্রবার এক জনসভায় তিনি ভারতকে সতর্ক করে বলেছেন, 'হয় আমাদের জল, না হয় তাদের রক্ত এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে।'

'হয় আমাদের জল, না হয় তাদের রক্ত বইবে', সিন্ধু চুক্তি স্থগিতে ভুলভাল বকছেন বিলাওয়াল ভুট্টো'হয় আমাদের জল, না হয় তাদের রক্ত বইবে', সিন্ধু চুক্তি স্থগিতে ভুলভাল বকছেন বিলাওয়াল ভুট্টো
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 26 Apr 2025,
  • अपडेटेड 11:00 AM IST
  • প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পর ভুট্টো হলেন দ্বিতীয় পাকিস্তানি নেতা যিনি এই মোদীকে টার্গেট করলেন
  • ভুট্টো পাকিস্তানের বিদেশমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন

সিন্ধু জল চুক্তি স্থগিতের ফলে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে উঠেছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন যে দেশটি সিন্ধু সভ্যতার প্রকৃত রক্ষক। শুক্রবার এক জনসভায় তিনি ভারতকে সতর্ক করে বলেছেন, 'হয় আমাদের জল, না হয় তাদের রক্ত এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে।'

বহু বছরের আলোচনার পর ১৯৬০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তিটি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার ছয়টি নদীর জল কীভাবে ব্যবহার এবং বন্টন করা হবে তা নিয়ন্ত্রণ করে। চুক্তি স্থগিতের ফলে ভবিষ্যতে পাকিস্তানের জন্য বিরাট প্রভাব পড়বে। কারণ পাকিস্তানের ৮০%  কৃষিজমিতে চাষবাদ নদীর জলের ওপরে নির্ভরশীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে ভুট্টো বলেন, 'না পাকিস্তান, না আন্তর্জাতিক সম্প্রদায় তাঁর যুদ্ধবাজি বা সিন্ধুর জল অন্যদিকে সরানোর চেষ্টা সহ্য করবে না। তিনি (মোদী) বলেন যে তাঁরা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী, কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।'

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পর ভুট্টো হলেন দ্বিতীয় পাকিস্তানি নেতা যিনি এই মোদীকে টার্গেট করলেন। বিহারের জনসভা থেকে পাকিস্তানের প্রতি কঠোর বার্তায় প্রধানমন্ত্রী মোদী প্রতিটি সন্ত্রাসবাদী ও তাদের সমর্থকদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন যে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করবেন।

আরও পড়ুন

ভুট্টো পাকিস্তানের বিদেশমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তান ইতিমধ্যেই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে। কিন্তু ভারত তার নিজস্ব সরকারের ব্যর্থতা আড়াল করার জন্য তাদের দোষারোপ করছে।

Read more!
Advertisement
Advertisement