Advertisement

Elon Musk on India: 'এক দিনে ৬৪ কোটি ভোট গণনা,' ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

ভারতের নির্বাচন ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক। রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা টানলেন। বললেন, 'ভারত একদিনে ৬৪০ মিলিয়ন(৬৪ কোটি) ভোট গণনা করল। আর আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে এখনও ভোট গণনা চলছে।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 10:52 AM IST
  • ভারতের নির্বাচন ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক।
  • রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা টানলেন।
  • বললেন, 'ভারত একদিনে ৬৪০ মিলিয়ন(৬৪ কোটি) ভোট গণনা করল। আর আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে এখনও ভোট গণনা চলছে।'

ভারতের নির্বাচন ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক। রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা টানলেন। বললেন, 'ভারত একদিনে ৬৪০ মিলিয়ন(৬৪ কোটি) ভোট গণনা করল। আর আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে এখনও ভোট গণনা চলছে।'

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ এমনটা জানিয়েছেন ধনকুবের ব্যবসায়ী। একটি পোস্টের রিপ্লাইতে তিনি ভারতের দ্রুত ভোট গণনা প্রক্রিয়ার প্রশংসা করেছেন। 

উল্লেখ্য, গত ৫-৬ নভেম্বর আমেরিকায় ভোট হয়। এরপর থেকে কিছু-কিছু কেন্দ্রে এখনও গণনা হয়ে চলেছে। ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ স্থানেও এমন অবস্থা। সেখানে মাত্র ১৫ মিলিয়ন, অর্থাৎ, ১.৫ কোটি ভোট গুণতেই হিমসিম খাচ্ছে তারা। ভোটের পর ১৮ দিন পেরিয়ে গিয়েছে। এখনও ভোট গণনা হয়েই চলেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যতই আধুনিক ও প্রযুক্তিতে এগিয়ে থাকুক না কেন, আদতে যে ভোট গণনার দিক থেকে তারা ভারতের থেকে পিছিয়ে, সেটাই তুলে ধরেছেন ইলন মাস্ক। 
 

তবে আমেরিকার বেশিরভাগ স্টেটেই ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে। অন্য়দিকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে এক নতুন দফতর করে, সেখানে ইলন মাস্ককে দায়িত্বও দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এবারের ভোটে শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছেন ইলন মাস্ক। ট্রাম্প জেতার পর তাই নিয়ে বেশ উচ্ছসিত ইলন। আর তারপরেই সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজেও তিনি অংশ নিতে চলেছেন। ইতিমধ্য়েই সেই দফতরে চাকরির জন্য 'হাই আইকিউ'- অর্থাৎ উচ্চ বুদ্ধিমত্তা সূচক থাকা ব্যক্তিদের আবেদনের আর্জি জানিয়েছেন তিনি। 

কিন্তু আমেরিকায় ভোট গুনতে এত বেশি সময় লাগে কেন? আসলে সেদেশে এখনও ব্যালট পেপারের মাধ্যমেই ভোট গণনা করা হয়। এদিকে ভারত গত কয়েক বছর ধরেই ইভিএম ব্যবহার করছে। ফলে স্বাভাবিকভাবেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভোট গণনা প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি এগিয়ে গিয়েছে ভারত। 

উল্লেখ্য, শনিবার ভারতের দুইটি রাজ্য, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এই দুই রাজ্যের ভোটের রেজাল্ট মাত্র একদিনেই গণনা করা হয়েছে। স্বাভাবিকভাবেই দূরদর্শী, প্রযুক্তিবিদ ইলন মাস্কের এই বিষয়টি চোখে পড়েছে। 

Advertisement

তবে, তার মানে এই নয় যে ইলন মাস্ক ভারতের মতো ইভিএম চান। চলতি বছর জুলাইয়ে ইভিএম-এর মাধ্যমে ভোটিংকে তিনি 'বিপজ্জনক' বলে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে পোস্টাল ভোটিংয়েরও বিরোধিতা করেন। তিনি বলেন, এক্ষেত্রে ব্যালট পেপারে ভোটিং এবং সরাসরি সশরীরে ভোট দেওয়াই শ্রেয়। 

এই বিষয়ে আপনার কী মতামত? জানান কমেন্টে।

Read more!
Advertisement
Advertisement