Advertisement

Vladimir Putin Exclusive Interview: পুতিনের Exclusive সাক্ষাৎকার নিল আজতক, আজ রাতেই সম্প্রচার, কখন?

দুই দিনের ভারত সফরের জন্য দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার ১ ঘণ্টা আগেই তিনি এই সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারটি হয় ক্রেমলিনের ঐতিহাসিক একাটেরিনা (ক্যাথেরিন) হলে। সাক্ষাৎকারটি নেন অঞ্জনা ওম কাশ্যপ এবং গীতা মোহন। আর বৃহস্পতিবার রাত ৯টায় সেই সাক্ষাৎকারটি ইন্ডিয়া টুডে এবং আজতক-এ সম্প্রচারিত হবে।

ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 9:41 AM IST
  • দুই দিনের ভারত সফরের জন্য দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার ১ ঘণ্টা আগেই তিনি এই সাক্ষাৎকার দেন
  • এই সাক্ষাৎকারটি হয় ক্রেমলিনের ঐতিহাসিক একাটেরিনা (ক্যাথেরিন) হলে
  • সাক্ষাৎকারটি নেন অঞ্জনা ওম কাশ্যপ এবং গীতা মোহন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক্সক্লুসিভলি কথা বললেন আজতক-এর সঙ্গে। গত প্রায় ২ দশকে তিনি প্রথমবারের জন্য কোনও ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন।

প্রসঙ্গত, দুই দিনের ভারত সফরের জন্য দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার ১ ঘণ্টা আগেই তিনি এই সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারটি হয় ক্রেমলিনের ঐতিহাসিক একাতেরিনা (ক্যাথেরিন) হলে। সাক্ষাৎকারটি নেন অঞ্জনা ওম কাশ্যপ এবং গীতা মোহন। আর বৃহস্পতিবার রাত ৯টায় সেই সাক্ষাৎকারটি ইন্ডিয়া টুডে এবং আজতক-এ সম্প্রচারিত হবে।

এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ও ভারত-রাশিয়া সম্পর্কের মতো বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসা করা হয়। আর এই সাক্ষাৎকারটি এমন সময় নেওয়া হল যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা স্তরে কূটনৈতিক আলোচনা চলছে। এ সবের মাঝেই পুতিন আসছেন ভারতে।

মাথায় রাখতে হবে এই সাক্ষাৎকার ঠিক তখন হচ্ছে, যখন মোটের উপর বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তেজিত। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ চলছে। পাশাপাশি আমেরিকা আবার তথাকথিত শান্তি আনার চেষ্টাও চালাচ্ছে। শুধু তাই নয়, আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে পুতিনের ৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক করার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এই সাক্ষৎকার দেন। তাই সব দিক থেকেই এই ইন্টারভিউ বিশেষ হতে চলেছে।

ভারতে আসছেন পুতিন

ঐতিহাসিকভাবে ভারত এবং রাশিয়ার সম্পর্ক ভাল থেকেছে। আর সেই সম্পর্ককে নতুন দিশা দিতেই ভারতে আসছেন পুতিন। তিনি ২ দিনের সফর করবেন।

ক্যাথেরিন হলে সাক্ষাৎকার হয়

এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় ক্যাথেরিন হলে। এখানে শুধুমাত্র রাশিয়ার উচ্চতর নেতৃত্বরাই সাক্ষাৎ করেন। এখানে সিকিউরিটি কাউন্সিল এবং ক্যাবিনেট মিটিং করা হয়। এছাড়া এই হলে রয়েছে মাতৃভূমি এবং ন্যায়ের মূর্তি। এর মাধ্যমে শক্তি, সার্বভৌমত্ব এবং বিচারের বার্তা দেয় রাশিয়া।

প্রসঙ্গত, এখানে বিদেশি সংবাদমাধ্যমকে প্রায় প্রবেশ করতেই দেওয়া হয় না। আর সেই জায়গায় পৌঁছে গেল আজতকের সাংবাদিকেরা। 

Advertisement

আর একটা কথা, রাশিয়ার প্রেসিডেন্টের একটি বিশ্লেষণধর্মী সাক্ষাৎকার এটি। শুধু তাই নয়, এই ইন্টারভিউটি তখন পাওয়া গেল, যখন মোদীর সঙ্গে মিটিং করে তিনি প্রতিরক্ষা, শক্তি, প্রযুক্তি এবং বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তাই এই বিষয়টা সম্পর্কে বিশদে জানতে চোখ রাখতেই হবে আজতক-এ।

Read more!
Advertisement
Advertisement