Advertisement

Flood in Nepal: নেপালের অবস্থা শোচনীয়, মৃত্যু মিছিল, কী পরিস্থিতি?

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। একের পর এক ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। বৃষ্টির দাপটে বহু এলাকা জলমগ্ন, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ধসে ভেঙে পড়েছে সড়ক ও সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। প্রশাসন জানিয়েছে, নতুন করে ধস যাতে না নামে, সেই কারণে যান চলাচলে জারি হয়েছে কড়া নিয়ন্ত্রণ।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 10:15 AM IST
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল।
  • একের পর এক ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। একের পর এক ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। বৃষ্টির দাপটে বহু এলাকা জলমগ্ন, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ধসে ভেঙে পড়েছে সড়ক ও সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। প্রশাসন জানিয়েছে, নতুন করে ধস যাতে না নামে, সেই কারণে যান চলাচলে জারি হয়েছে কড়া নিয়ন্ত্রণ।

শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ ও নেপালে। নেপালে এখনও থামেনি সেই বৃষ্টি। এর ফলে পাহাড়ি অঞ্চলে তীব্র ধসের ঘটনা ঘটছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোশি প্রদেশের ইলাম জেলাতেই বন্যা ও ধসে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। বহু মানুষ ঘরছাড়া, ভেঙে পড়েছে পরিকাঠামো। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাগমতী ও পূর্ব রাপ্তি নদীর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

রাজধানী কাঠমাণ্ডুতে নতুন করে ধসের আশঙ্কা থাকায় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে রাজধানী থেকে বাইরে যাওয়া ও প্রবেশ, দু’টোই বন্ধ। দশহরা উৎসবের মুখে এই পরিস্থিতি আরও উদ্বেগ বাড়িয়েছে। নেপালের সবচেয়ে বড় উৎসব ‘দশহরা’ বা ‘দশাই’-এর দশমীর দিনে ঘরে ফেরার কথা ছিল বহু মানুষের। কিন্তু দুর্যোগে আটকে পড়েছেন তাঁরা। ভেঙে পড়েছে রাস্তা, বন্ধ বিমান পরিষেবা, ফলে পর্যটকেরাও আটকে পড়েছেন নেপালে।

নেপালের এই বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, 'নেপালে ভারী বৃষ্টিতে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক। এই কঠিন সময়ে ভারত নেপালের মানুষ ও সরকারের পাশে রয়েছে। প্রতিবেশী হিসেবে যা যা প্রয়োজন, ভারত সব রকম সাহায্য করতে প্রস্তুত।'
 

 

Read more!
Advertisement
Advertisement