
French Navy Pakistan misinformation: ভারতের রাফাল যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। ভারত নয়, এবার সেই অভিযোগ খারিজ করে দিল ফরাসি নৌসেনাও। পাকিস্তানের সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছিল, তাকে 'extensive misinformation' বা 'চরম ভুয়ো খবরে'র আখ্যা দিল ফরাসি নেভি।
সম্প্রতি পাকিস্তানের জিও টিভি দাবি করে, ফরাসি কম্যান্ডার ক্যাপ্টেন জ্যাকুইস লনে নাকি ভারতের নিন্দা করেছেন। তিনি নাকি বলেছেন যে, মে মাসে সংঘাতের সময় পাকিস্তানের এয়ার ফোর্সের কাছে নাকি নাস্তানুবুদ হতে হয়েছিল ভারতের রাফালকে। শুধু তাই নয়, পাকিস্তানেরই নাকি ‘এয়ার সুপিরিয়রিটি’ ছিল। একটি রাফাল ধ্বংস হয়েছিল বলেও দাবি করে জিও টিভি।
শুধু তাই নয়, পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চিনা জে-১০সি যুদ্ধবিমানে প্রযুক্তিগত দিক দিয়ে রাফালের থেকে অনেক এগিয়ে। সেই কারণেই নাকি তারা পাকিস্তানের সামনে এঁটে উঠতে পারেনি। পুরো বিষয়টি নিয়ে প্রবল ঢক্কানিনাদে নামে পাকিস্তানি সংবাদমাধ্যম। তবে পুরোটাই যে 'ডাহা মিথ্যা' তা সাফ জানিয়ে দিল ফ্রান্স।
রবিবার এই বিষয়ে বিবৃতি দেয় ফরাসি নৌসেনা। তারা দাবি করে, 'ক্যাপ্টেন লন এমন কোনও মন্তব্যই করেননি। খবরটি ভুয়ো তথ্য এবং বিভ্রান্তিকর ব্যাপার-স্যাপারে ভর্তি।'
এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, পাকিস্তানের এই ‘মিথ্যা প্রচারযন্ত্র’ এবার আন্তর্জাতিক মহলের সমানেও ফাঁস হয়ে গেল। তাঁর কথায়, 'একটি অফিসিয়াল সংস্থা পর্যন্ত পাকিস্তানের প্রচারকে ভুয়ো বলে দেগে দিচ্ছে। ফলে ওরা যে ঠিক কতটা মরিয়া হয়ে উঠেছে, তা এর থেকেই স্পষ্ট।'