Advertisement

Pakistan : অপারেশন সিঁদুরের পর কাঁদছিল, এখন সেই জঙ্গিরই দাবি, 'প্রতিশোধ নেওয়া হয়েছে'

পহেলগাঁও হামলার প্রতিবাদে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী।

ফোটো- ITG ফোটো- ITG
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Jan 2026,
  • अपडेटेड 4:33 PM IST
  • পহেলগাঁও হামলার প্রতিবাদে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত
  • এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী

পহেলগাঁও হামলার প্রতিবাদে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। এতে ভেঙে গুঁড়িয়ে ফেলা মুরিদকের লস্কর-ই-তইবা এবং বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের ঘাঁটি। 

এই অভিযানের পর মুরিদকেতে নিহত সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিল কমান্ডার হাফিজ রউফ। সেই সময় কাঁদতে দেখা গিয়েছিল তাকে। তার একটি ভিডিও ভাইরালও হয়েছিল। এই রউফ একজন ঘোষিত সন্ত্রাসবাদী। হাফিজ সইদের ঘনিষ্ঠ এই জঙ্গির বিরুদ্ধে পরোয়ানা জারি করা আছে আমেরিকারও। 

কিন্তু এখন সেই রউফই অপপ্রচার চালাচ্ছে। একটি নতুন ভিডিওতে ভারতকে হুমকি দিতে দেখা গিয়েছে তাকে। তাকে বলতে শোনো যায়, '৬-৭ মে বাহাওয়ালপুরে এবং মুরিদকে-তে যা হওয়ার তা হয়েছে। কিন্তু ১০ মে সকাল আল্লার সাহায্যে আমরা এমন প্রতিক্রিয়া দিয়েছি যে ভারত খোলা চোখে পাকিস্তানের দিকে তাকাতে পারবে না। আগামী ৫০ বছর ভারত আর পাকিস্তানে আক্রমণ করার সাহস পাবে না। তাহলে আমরা ভারতের চোখ উপড়ে ফেলব। গতকাল পর্যন্ত আমরা একা ছিলাম। পুরো বিশ্ব ভারতের সঙ্গে ছিল। আজ পরিস্থিতি বদলেছে। তুরস্ক এখন পাকিস্তানের সঙ্গে আছে। বাংলাদেশের সেনাপ্রধান ইসলামাবাদের সঙ্গে আছে। আমেরিকাও চিন্তিত। পুরো বিশ্ব এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে। মুজাহিদিনদের একটা নতুন যুগ শুরু হয়েছে। এতে পাকিস্তানই  জিতবে।' 

রউফ দাবি করে,তুরস্ক এবং বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে আছে। যদিও বাস্তব হল, অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দিয়েছিল ভারত। পাকিস্তানের আবেদনেই ভারত যুদ্ধবিরতি করে। 

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রউফ এখন এসব বলে সন্ত্রাসবাদীদের উৎসাহিত করার চেষ্টা করছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিদের অবস্থা খারাপ। অনেক বড় বড় জঙ্গি নেতা মারা গিয়েছে। সেই ক্ষতে প্রলেপ দিতেই এখন এসব বলছে রউফ। 

Read more!
Advertisement
Advertisement