অস্ট্রেলিয়ায় উদ্বেগে ভারতীয়রা। মেলবোর্নের একটি স্বামীনাথন মন্দিরে ঘৃণাজনিত গ্রাফিটি আঁকা হয়েছে। একই রকম গ্রাফিটি মিলেছে দুটি এশিয়ান রেস্তরাঁতেও। এই খবর প্রকাশ করেছে ‘দ্য অস্ট্রেলিয়া টুডে’।
প্রতিবেদনে প্রকাশ, সোমবার সকালে মেলবোর্নের বোরোনিয়ার ওয়াডহার্স্ট ড্রাইভে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দিরের গায়ে দিন তিনেক আগে সেখানকার বাদামী চামড়ার লোকেদের নিয়ে কটূক্তি করে লেখা দেখা যায়। বোরোনিয়া রোডের আরও পাশে অবস্থিত দুটি রেস্তরাঁতেও একই স্লোগান দিয়ে রঙ করা হয়েছে।
এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সেখানকার ভারতীয়রা। ভিক্টোরিয়া শাখার হিন্দু কাউন্সিলের সভাপতি মকরন্দ ভগবৎ বলেন, 'আমাদের পরিচয়, আমাদের উপাসনার অধিকার এবং ধর্মের স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে হচ্ছে। আমাদের মন্দির শান্তি, ভক্তি ও ঐক্যের প্রতীক। সেখানে এমন বার্তা ও চিত্র দেখে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।'
এই ঘটনার তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, ঘটনায় যে বা যারা দোষী তাদের খুঁজে বের করা হলে। অস্ট্রেলিয়ায় বর্ণ বিদ্বেষীদের কোনও স্থান নেই।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালানও মন্দির কর্তৃপক্ষের কাছে এই নিয়ে একটি লিখিত বিবৃতি দিয়েছেন। তিনি এই ঘটনাকে ঘৃণ্য ও বর্ণবিদ্বেষী বলে মন্তব্য করেছেন। লিখেছেন, 'এই সপ্তাহে যা ঘটেছে তা ঘৃণ্য। এটি অত্যন্ত বিরক্তিকর। দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়িয়েছে। এতে অনেকে ভয় পেয়েছেন। যা কোনওভাবে কাম্য নয়।'
এর আগে ২০০৯-১০ সালে একাধিক ভারতীয় ছাত্রের উপর বর্ণবিদ্বেষমূলক হামলা হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেসময় মেলবোর্ন ও সিডনিতে একাধিক ভারতীয় যুবককে ট্রেনে, রাস্তায়, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে আক্রান্ত হতে দেখা যায়। যা নিয়ে সরব হয়েছিল ভারত।