International Mother Language Day: ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সমস্ত বাঙালির জন্য এক বিশেষ দিন। এই দিন ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক। তবে শুধু বাঙালি নয়, ২১ ফেব্রুয়ারি সমগ্র বিশ্বের কাছেই মাতৃভাষাকে ভালবাসার দিন। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই দিনটিকে International Mother Language Day হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে এই দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে শুরু হওয়া ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটি বেছে নেওয়া হয়।
১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান গঠিত হয়। এর দু'টি অংশ ছিল—পশ্চিম পাকিস্তান (আজকের পাকিস্তান) ও পূর্ব পাকিস্তান (আজকের বাংলাদেশ)। সাংস্কৃতিক ও ভাষাগত পার্থক্য থাকা সত্ত্বেও ১৯৪৮ সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে। কিন্তু পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলত, তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়।
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। কিন্তু পাকিস্তান সরকার প্রতিবাদ দমনে গণজমায়েত নিষিদ্ধ করে। এরপর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা বিক্ষোভে নামে। পুলিশের গুলিতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার ও সফিউর।
বাঙালির এই আত্মত্যাগের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুই বাঙালি, রফিকুল ইসলাম ও আব্দুস সালাম, জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান-কে একটি চিঠি লেখেন। তাঁরা বিশ্বজুড়ে বিপন্ন ভাষার সংরক্ষণের জন্য ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব দেন।
বাংলাদেশে International Mother Language Day একটি জাতীয় ছুটির দিন। মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভাষার জন্য আত্মত্যাগের এই ইতিহাস আজও বিশ্বকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করে।