Advertisement

Israel : যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ, ইজরায়েলি বিমান হানায় নিহত ৮

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ। ইজরায়েলি বিমান বাহিনী সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। যার জেরে ৮ জন সিরিয়ান জওয়ান নিহত হয়েছে। এই হামলায় ৭ সিরিয়ান জওয়ানও আহত হয়েছেন। সিরিয়ার একটি চ্যানেলের দ্বারা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইজরায়েল
Aajtak Bangla
  • ইজরায়েল ,
  • 25 Oct 2023,
  • अपडेटेड 1:00 PM IST
  • ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ
  • ইজরায়েলি বিমান বাহিনী সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ। ইজরায়েলি বিমান বাহিনী সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। যার জেরে ৮ জন সিরিয়ান জওয়ান নিহত হয়েছে। এই হামলায় ৭ সিরিয়ান জওয়ানও আহত হয়েছেন। সিরিয়ার একটি চ্যানেলের দ্বারা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিরিয়ার মিডিয়া জানিয়েছে, সকাল ১.৪৫-এ গোলান হাইটস থেকে সিরিয়ার দারা দেহাত এলাকায় একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয়। এই হামলায় ৮ জওয়ান নিহত হযন। আশপাশের অনেক সামরিক ঘাঁটিও ধ্বংস হয়।

উল্লেখ্য, সিরিয়া বিবৃতি দেওয়ার আগেই ইজরায়েলি সেনাবাহিনীর তরফে নিশ্চিত করা হয় যে, তারা সিরিয়ায় মিজাইল হানা চালিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ার দিক থেকে হঠাৎ গোলান মালভূমিতে রকেট ছোড়া হয়। এই রকেটগুলো ইজরায়েলের কোনও উল্লেখযোগ্য ক্ষতি করেনি। তবে কিছু সময়ের মধ্যে ইজরাইল গোলান মালভূমিতে যে জায়গা থেকে রকেট ছোড়া হয়েছিল সেখানে বোমাবর্ষণ করে। এই এলাকাটি সিরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি ছিল। তা ধ্বংস হয়ে যায়। 

ইজরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) যুদ্ধবিমান সিরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং কয়েক মিনিটের মধ্যে সিরিয়ার সামরিক সাইটটি ধ্বংস করে। ফিলিস্তিনেও বিমান বোমা চালানো হয়। সিরিয়ার সামরিক ঘাঁটি ধ্বংস করার আগে ইজরাইল ফিলিস্তিনেও একই ধরনের অভিযান চালিয়েছিল। 

আসলে, ইজরায়েলি সেনারা ফিলিস্তিনের জেনিন শহরে নির্মিত শরণার্থী শিবির থেকে দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়েছিল। তাদের গ্রেফতারের পর ইজরায়েলি সেনারা সন্ত্রাসবাদীদের নিয়ে ইজরায়েলে আসছিল। সেই সময় সশস্ত্র হামলাকারীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। তখন ফিলিস্তিনের শরণার্থী শিবিরের কাছে এই অতর্কিত গুলিবর্ষণের পর সামনে জড়ো হওয়া সৈন্যরাই নয়, তাদের সঙ্গে ইজরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমানও হামলাকারীদের উপর শেল বর্ষণ শুরু করে। এর মাঝেই ইসরায়েলি বাহিনীও তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত করে। এই হামলায় কোনও ইজরায়েলি সেনা আহত হয়নি।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement