Advertisement

Imran Khan Health Now: ইমরান কোথায়? উত্তাল পাকিস্তান, রাষ্ট্রপতি শাসনের তোড়জোড়

ইমরান খান কেমন আছেন?(Imran Khan Health Now) জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে। ছড়াচ্ছে নানা গুজবও। এরই মধ্যে নতুন সঙ্কট পাকিস্তানে। শীঘ্রই পাখতুনখোয়ায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।

ইমরানের জেলের বাইরে তীব্র উত্তেজনা।ইমরানের জেলের বাইরে তীব্র উত্তেজনা।
Aajtak Bangla
  • রাওয়ালপিন্ডি,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 1:22 PM IST
  • জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে।
  • শীঘ্রই পাখতুনখোয়ায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন।
  • শনিবার রাতে তাঁর 'মৃত্যু'র রটনার পর থেকেই উত্তেজনা তুঙ্গে।

ইমরান খান কেমন আছেন?(Imran Khan Health Now) জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে। ছড়াচ্ছে নানা গুজবও। এরই মধ্যে নতুন সঙ্কট পাকিস্তানে। শীঘ্রই পাখতুনখোয়ায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। আপাতত সেদেশের আদিয়ালা জেলে বন্দি আছেন ইমরান। আর সেই জেলের বাইরেই জড়ো হচ্ছেন হাজার হাজার পিটিআই(ইমরানের রাজনৈতিক দলের নাম) সমর্থক। শনিবার রাতে তাঁর 'মৃত্যু'র রটনার পর থেকেই উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাওয়ালপিন্ডি জুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে। রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান-পন্থীরা।  

রাওয়ালপিন্ডির স্থানীয় প্রশাসনের বক্তব্য, পিটিআই সমর্থকরা বড় মাপের বিক্ষোভ করতে পারেন। আর সেই কারণেই আগেভাগে রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সিল করে দেওয়া হয়েছে। জাতি উমরা থেকে আদিয়ালা পর্যন্ত প্রত্যেকটি প্রবেশ পথ বন্ধ। ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী।  

ইমরান খান কেমন আছেন? সেই প্রশ্নেই স্লোগান তুলছেন পিটিআই সমর্থকরা। তাঁর স্বাস্থ্য নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। গত কয়েক দিনে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু-সংক্রান্ত একাধিক গুজব ছড়িয়ে পড়েছে। তার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। পিটিআই প্রধানের দুই ছেলে প্রশাসনের কাছে তাঁদের বাবা জীবিত আছেন কিনা, তার প্রমাণ চেয়েছেন। পরিবার সূত্রে খবর, ইমরানের বোনেরা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন।

ইমরান খানের এক বোনের দাবি, সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির এর পিছনে দায়ী। তাঁর অভিযোগ, 'দেশের সবচেয়ে নিপীড়ণকারী শাসক তিনিই। আমার দাদা বা বৌদির কিছু হয়ে গেলে মুনিরকেই তার দায় নিতে হবে।' ইমরানের ছেলে কাসিম সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গত প্রায় ৬ সপ্তাহ ধরে কোনও যোগাযোগই নেই। বাবা আদৌ জীবিত কি না, তারও প্রমাণ নেই।'

এহেন প্রেক্ষাপটে গোটা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত পাক সরকার। খবর, খাইবার পাখতুনখোয়ায় ‘গভর্নর রুল’ জারির তোড়জোড় শুরু হয়েছে। তীব্র রাজনৈতিক অস্থিরতার আবহে পাকিস্তানে ফের অনিশ্চয়তা বাড়ছে। কোথায় ইমরান, তাঁর শারীরিক অবস্থাই বা কেমন, সেই প্রশ্নই এখন ঘুরছে লক্ষ লক্ষ পিটিআই সমর্থকের মনে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement