Advertisement

Imran Khan: ‘আমার কিছু হয়ে গেলে আসিম মুনিরের দায়’ ইমরান খানের গুরুতর অভিযোগ 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান ফের গুরুতর অভিযোগ তুললেন জেল থেকে। তিনি দাবি করেছেন, আদিয়ালা জেলে তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’ করা হচ্ছে এবং তাঁদের মৌলিক মানবাধিকারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 2:05 PM IST
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান ফের গুরুতর অভিযোগ তুললেন জেল থেকে।
  • তিনি দাবি করেছেন, আদিয়ালা জেলে তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’ করা হচ্ছে এবং তাঁদের মৌলিক মানবাধিকারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান ফের গুরুতর অভিযোগ তুললেন জেল থেকে। তিনি দাবি করেছেন, আদিয়ালা জেলে তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’ করা হচ্ছে এবং তাঁদের মৌলিক মানবাধিকারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

৭২ বছর বয়সি ইমরান খান বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছর ধরে জেলবন্দী। সম্প্রতি এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, 'গত কয়েক দিনে আমার সঙ্গে জেলে যে আচরণ করা হচ্ছে, তা আরও তীব্র হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাঁর টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে।'

ইমরানের দাবি, জেলের কর্নেল ও সুপারিনটেনডেন্ট আসিম মুনিরের নির্দেশেই এই আচরণ করছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আমার কিছু হলে দলের সবাইকে জানিয়ে দিচ্ছি, এর জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে জবাবদিহি করতে হবে।'

ইমরান খান আরও দাবি করেছেন, তাঁকে এমনভাবে রাখা হয়েছে যেন তিনি একজন জঙ্গি।
এদিকে পাকিস্তান ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী আগস্টে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। শাহবাজ শরিফ সরকারের ওপর চাপ তৈরি করে ইমরানকে মুক্ত করার দাবিতেই এই আন্দোলন হবে। এই আন্দোলনের নেতৃত্ব দেবেন খানের দুই ছেলে, সুলেমান ঈসা খান ও কাসিম খান, যারা এতদিন রাজনীতির বাইরে ছিলেন।

ইমরান আরও জানান, সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষোভের শুরু বহু আগের। প্রধানমন্ত্রী থাকাকালীন মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন ইমরান। পরে মুনির বুশরা বিবির সঙ্গে দেখা করতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ইমরানের দাবি, সেই ক্ষোভ থেকেই আজও তাঁকে এবং তাঁর স্ত্রীকে নির্যাতন করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement