Advertisement

Syrian Civil War: সিরিয়ার একের পর এক শহর দখল বিদ্রোহীদের, ভারতীয়দের দ্রুত ঘরে ফেরার নির্দেশ

সিরিয়ায় শুরু হয়েছে হিংসা। বিদ্রোহীরা একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনা করে নাগরিকদের সিরিয়া যেতে নিষেধ করল ভারত।

সিরিয়ার একের পর এক শহর দখল বিদ্রোহীদের, ভারতীয়দের ঘরে ফেরার নির্দেশ বিদেশ মন্ত্রকেরসিরিয়ার একের পর এক শহর দখল বিদ্রোহীদের, ভারতীয়দের ঘরে ফেরার নির্দেশ বিদেশ মন্ত্রকের
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 07 Dec 2024,
  • अपडेटेड 9:24 AM IST
  • MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন
  • যার মধ্যে ১৪ জন রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন

সিরিয়ায় শুরু হয়েছে হিংসা। বিদ্রোহীরা একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনা করে নাগরিকদের সিরিয়া যেতে নিষেধ করল ভারত। বিদেশ মন্ত্রক পরামর্শ জারি করে বলেছে, 'সিরিয়ার বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সিরিয়ায় সমস্ত ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। যারা বর্তমানে ওখানে আছেন, তাঁরা দ্রুততার সঙ্গে ফ্লাইট ধরে ফিরে আসুন। অন্যরা চলাফেরা সম্পর্কে সতর্ক থাকুন। জরুরি প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরনোর দরকার নেই।'

MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে ১৪ জন রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা সিরিয়ার উত্তরে যুদ্ধের সাম্প্রতিক বৃদ্ধির বিষয়টি নোট করেছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের মিশন নাগরিকদের নিরাপত্তার জন্য ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।'

বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের স্থানীয় দূতাবাসের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। দূতাবাসের জরুরি হেল্পলাইন +963 993385973 এ যোগাযোগ করা যেতে পারে, এটি হোয়াটসঅ্যাপেও পাওয়া যায় এবং আপডেটের জন্য hoc.damascus@mea.gov.in-এ ইমেল করা যেতে পারে।

আরও পড়ুন

জিহাদি গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার সবচেয়ে বড় আলেপ্পো সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে। গৃহযুদ্ধ পরবর্তী সিরিয়ায় এই পরিস্থিতি আবার অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। বিদ্রোহীদের লক্ষ্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের আসন। বৃহস্পতিবার, বিদ্রোহী বাহিনী সিরিয়ার ভূখণ্ডের আরও গভীরে ঢুকে পড়েছে। দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করেছে। এছাড়াও হোমস শহরও তাদের দখলে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে শত শত বাসিন্দা রাতারাতি হোমস থেকে পালিয়ে যাচ্ছেন। শনিবার দক্ষিণের শহর দারার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement