Advertisement

India Pakistan Conflict: হেরে গেল পাকিস্তান? যুদ্ধ পরিস্থিতি থামাতে পাক বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা

ভারতের জোরদার প্রত্যাঘাতে ভয়ে কাঁপছে পাকিস্তান। দিশেহারা হয়ে ড্রোন হামলা চালাচ্ছে ইসলাবামাদ। কিন্তু ভারত যে ভাবে কড়া হাতে মোকাবিলা করছে, তাতে পাকিস্তানের সব চক্রান্ত বানচাল হয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর এহেন প্রতাপে কি এবার পিছু হঠতে চলেছে পাকিস্তান? শনিবার পাক বিদেশমন্ত্রীর এক বক্তব্যে তেমনই আভাস পাওয়া গেল। 

পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের।পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের।
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 10 May 2025,
  • अपडेटेड 2:32 PM IST
  • ভারতের জোরদার প্রত্যাঘাতে ভয়ে কাঁপছে পাকিস্তান।
  • দিশেহারা হয়ে ড্রোন হামলা চালাচ্ছে ইসলাবামাদ।
  • ভারতীয় সেনাবাহিনীর এহেন প্রতাপে কি এবার পিছু হঠতে চলেছে পাকিস্তান?

ভারতের জোরদার প্রত্যাঘাতে ভয়ে কাঁপছে পাকিস্তান। দিশেহারা হয়ে ড্রোন হামলা চালাচ্ছে ইসলাবামাদ। কিন্তু ভারত যে ভাবে কড়া হাতে মোকাবিলা করছে, তাতে পাকিস্তানের সব চক্রান্ত বানচাল হয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর এহেন প্রতাপে কি এবার পিছু হঠতে চলেছে পাকিস্তান? শনিবার পাক বিদেশমন্ত্রীর এক বক্তব্যে তেমনই আভাস পাওয়া গেল। 

কী বলেছেন পাক বিদেশমন্ত্রী?

পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত যদি থামে, তা হলে পাকিস্তানও থামার কথা ভাববে।  তা হলে কি ভারতের প্রত্যাঘাতে ঘাবড়ে গিয়েছে পাকিস্তান? ভারতের সঙ্গে না পেরে সংঘাত থামানোর পথে হাঁটতে চলেছে?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হিসাবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মোট ৯টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার পাল্টা হিসাবে গত রাতে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। তবে তা কড়া হাতে প্রতিহত করে ভারত। গতরাতে ভারতের একাধিক শহরে ব্ল্যাকআউট করা হয়। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে তা কড়া হাতে মোকাবিলা করে ভারত। পাল্টা লাহোরে ড্রোন হামলা করে ভারত। শুক্রবার রাতেও ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করে ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু আবারও সে দেশের সব চক্রান্ত বানচাল করে দিয়েছে ভারতীয় বাহিনী। একাধিক পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। 

দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযান শেষ হয়নি। এখনও চলছে এই অভিযান। একইসঙ্গে রাজনাথ মনে করিয়ে দিয়েছেন যে, ভারত সংঘাতের পক্ষে নয়। তবে হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারতের ক্ষেপণাস্ত্র। কিন্তু তার পরেও দিশাহারা হয়ে একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। আর তা রুখে দিচ্ছে ভারত।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement