Advertisement

India Reply to Pakistan: 'অসহিষ্ণুতা-সংখ্যালঘুদের নিয়ে কথা বলা সাজে না,' রাষ্ট্রসঙ্ঘে শরিফকে পাল্টা ভারতের

India Reply to Pakistan: শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে(UNGA) পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর ভাষণে ভারতের তীব্র সমালোচনা করেন। সেখানে আরও একবার কাশ্মীর ইস্যু তুলেছিলেন তিনি। কিন্তু পাল্টা জবাব দিয়ে ভারত সাফ বুঝিয়ে দিল, 'পাকিস্তানের মুখে এসব কথা সাজে না।

ভারতীয় কূটনীতিক ভাবিকা মঙ্গলানন্দন UNGA-তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে জবাব দিয়েছেন। (ANI)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2024,
  • अपडेटेड 1:13 PM IST
  • শনিবার  রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে(UNGA) পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর ভাষণে ভারতের তীব্র সমালোচনা করেন।
  • পাল্টা জবাব দিয়ে ভারত সাফ বুঝিয়ে দিল, 'পাকিস্তানের মুখে এসব কথা সাজে না।'

India Reply to Pakistan: শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে(UNGA) পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর ভাষণে ভারতের তীব্র সমালোচনা করেন। সেখানে আরও একবার কাশ্মীর ইস্যু তুলেছিলেন তিনি। কিন্তু পাল্টা জবাব দিয়ে ভারত সাফ বুঝিয়ে দিল, 'পাকিস্তানের মুখে এসব কথা সাজে না।'

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের পরেই জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে ভারত। জবাবি বার্তায় ভারত স্পষ্ট জানায়, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর সেই অংশের নির্বাচন ব্যাহত করতে সন্ত্রাসবাদ ব্যবহার করা হয়েছে।

ভারতীয় কূটনীতিবিদ ভাবিকা মঙ্গলানন্দন UNGA-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, 'গোটা বিশ্বই জানে, পাকিস্তান দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে আসছে।' তিনি আরও বলেন, 'এরা আমাদের পার্লামেন্ট, আমাদের আর্থিক রাজধানী, মুম্বই, মার্কেটপ্লেস এবং তীর্থযাত্রার রুটে আক্রমণ করেছে। তালিকাটি দীর্ঘ। এমন একটি দেশের কোনও জায়গায় গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলাটাই সবচেয়ে বড় ভণ্ডামি।'

ভাবিকা মঙ্গলানন্দন আরও বলেন, গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কথা বলার মুখ পাকিস্তানের নেই। কারণ সেই দেশেরই নির্বাচনে কারচুপির ইতিহাস লম্বা।

শুক্রবার ইউএনজিএ-তে বক্তৃতায় শরিফ জম্মু-কাশ্মীরের পরিস্থিতিকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, জনগণ 'তাঁদের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য গত ১০০ বছর ধরে সংগ্রাম করে চলেছে।' তিনি জম্মু-কাশ্মীরে থেকে আর্টিকেল 370 অপসারণের সমালোচনা করেন। তিনি এই নিয়ে 'কাশ্মীরি জনগণের ইচ্ছা' অনুযায়ী আলোচনার আহ্বান জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, নয়াদিল্লি নাকি ইসলামাবাদের আলোচনার প্রস্তাবে রাজি হয়নি। ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা (LoC) অতিক্রম করার হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

শরিফের মন্তব্য খারিজ করে ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, 'সন্ত্রাস ও আলোচনা একইসঙ্গে চলতে পারে না।'

'সন্ত্রাসবাদের সঙ্গে কোনও সমঝোতা হতে পারে না। পাকিস্তানের বোঝা উচিত যে, ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসের পরিণতি খারাপই হবে,' বলেন ভারতের প্রতিনিধি।

Advertisement

ভারত ১৯৭১ সালের গণহত্যা এবং সংখ্যালঘুদের নিপীড়নের উল্লেখ করে পাকিস্তানের মানবাধিকারের ইতিহাসও তুলে ধরে। ভারতের প্রতিনিধি বলেন, এমন একটি দেশের অসহিষ্ণুতা এবং ফোবিয়া নিয়ে কথা বলাটা 'হাস্যকর'।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement