Advertisement

US Donald Trump: 'মনে হচ্ছে ভারত, রাশিয়া চিনের হাতে চলে গেল,' বন্ধুত্ব দেখে আক্ষেপ ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনায় বারবার ভারতকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর ৫০ শতাংশ ট্যারিফও চাপিয়েছেন। ইউ-টার্ন নিয়ে চিনের দিকে ঝোঁকে ভারত। এসসিও বৈঠকে রাশিয়া ও চিনের প্রেসিডেন্টদের সঙ্গে সহাস্য সাক্ষাতে কি ঈর্ষায় ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দেখে অনেকেই এমনটা দাবি করছেন।

পুতিন, জিনপিং, মোদীর বন্ধুত্বে মুখ খুললেন ট্রাম্পপুতিন, জিনপিং, মোদীর বন্ধুত্বে মুখ খুললেন ট্রাম্প
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Sep 2025,
  • अपडेटेड 5:23 PM IST

রাশিয়া থেকে তেল কেনায় বারবার ভারতকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর ৫০ শতাংশ ট্যারিফও চাপিয়েছেন। ইউ-টার্ন নিয়ে চিনের দিকে ঝোঁকে ভারত। এসসিও বৈঠকে রাশিয়া ও চিনের প্রেসিডেন্টদের সঙ্গে সহাস্য সাক্ষাতে কি ঈর্ষায় ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দেখে অনেকেই এমনটা দাবি করছেন।

এসসিও বৈঠকে সাক্ষাতে মোদী, পুতিন, জিনপিং (ছবি: PTI)

শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে, ডোনাল্ড ট্রাম্প ভারত এবং রাশিয়া সম্পর্কে একটি বিবৃতি দেন। তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "মনে হচ্ছে ভারত এবং রাশিয়া বিপজ্জনক চিনের হাতে চলে গেল।" 

এসসিও বৈঠকে তিন রাষ্ট্রনেতার সাক্ষাৎ (ছবি: PTI)

ট্রাম্প তাঁর পোস্টের সঙ্গে এসসিওতে প্রেসিডেন্ট জিনপিং, পুতিন এবং প্রধানমন্ত্রী মোদীর একটি ছবিও পোস্ট করেন। লেখেন, "তিনি আশা করেন যে তাদের সম্পর্ক দীর্ঘ এবং সমৃদ্ধ হবে।"

আরও পড়ুন

ভারত ও চিন সম্প্রতি তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছে। একই সঙ্গে রাশিয়া ও চিনের মধ্যে সম্পর্কও আরও দৃঢ় হচ্ছে। ভারত ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলি চিনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। স্পষ্টতই ট্রাম্পের মন্তব্য আমেরিকার উদ্বেগ প্রকাশ পাচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement