Advertisement

India-Canada: জঙ্গি নিজ্জার খুনে মিথ্যা দোষারোপ, কানাডার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ভারত

India Canada: কানাডা থেকে তার কূটনীতিবিদদের ফিরিয়ে নেবে ভারত। হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় কানাডা বারবার ভারতকে দায়ী করেছে। ভারতের কড়া বিবৃতি সত্ত্বেও সমস্ত দায় ভারতের উপর চাপিয়ে গিয়েছে কানাডা। এমনই প্রেক্ষাপটে, আজ কানাডার কূটনীতিবিদদের তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। এই বৈঠকের পরেই ভারত কানাডা থেকে তার কূটনীতিবিদদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারত কানাডা থেকে তার কূটনীতিকদের ফিরিয়ে নেবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2024,
  • अपडेटेड 10:35 PM IST

India Canada: কানাডা থেকে তার কূটনীতিবিদদের ফিরিয়ে নেবে ভারত। হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় কানাডা বারবার ভারতকে দায়ী করেছে। ভারতের কড়া বিবৃতি সত্ত্বেও সমস্ত দায় ভারতের উপর চাপিয়ে গিয়েছে কানাডা। এমনই প্রেক্ষাপটে, আজ কানাডার কূটনীতিবিদদের তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। এই বৈঠকের পরেই ভারত কানাডা থেকে তার কূটনীতিবিদদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রুডো সরকার তাদের তদন্তে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে 'স্বার্থচালিত ব্যক্তি' হিসাবে উল্লেখ করেছিল। এরই প্রেক্ষিতে কড়া অবস্থান নিল ভারত।

গত বছর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোনো প্রমাণ ছাড়াই নিজ্জার হত্যার জন্য ভারতকে অভিযুক্ত করেছিলেন। দাবি করেছিলেন, ভারত নিজ্জারকে হত্যা করেছে। ভারত বারবার বলেছে, অপবাদ না দিয়ে প্রমাণ দিক কানাডা। কিন্তু ট্রুডো সরকার এখনও পর্যন্ত কোনও প্রমাণ পেশ করেনি।

কানাডার কূটনীতিবিদদের সঙ্গে বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করল। তাতে বলা হয়েছে, কানাডার কাছ থেকে বারবার প্রমাণ চাওয়া সত্ত্বেও কিছুই দেওয়া হয়নি। তবে কানাডার কূটনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছেন।

MEA-র সঙ্গে বৈঠকে কানাডার রাষ্ট্রদূত কী বললেন?

কানাডার কূটনীতিবিদ স্টুয়ার্ট হুইলারকে তলব করেছিল বিদেশ মন্ত্রক। সেই বৈঠকে স্টুয়ার্ট বলেন, '... কানাডা ভারত সরকারের এজেন্ট এবং কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার মধ্যে যোগ থাকার অকাট্য প্রমাণ প্রকাশ করেছে। এখন তাই, ভারতের নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার এবং সমস্ত অভিযোগের তদন্ত করার সময় এসেছে।'

ভারতীয় রাষ্ট্রদূতের নিরাপত্তা বিপন্ন!

এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক সোমবার সন্ধ্যায় কানাডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে। সেখানেই তাঁকে বলা হয় যে, কোনও প্রমাণ ছাড়াই ভারতীয় হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এই ধরনের অভিযোগ চরমপন্থা ও হিংসার পরিবেশ তৈরি করেছে। এর ফলে আমাদের কূটনীতিবিদদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে।'

ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, 'আমাদের কূটনীতিবিদদের সুরক্ষায় বর্তমান কানাডিয়ান সরকারের প্রতিশ্রুতিতে আমাদের ভরসা নেই। তাই, ভারত সরকার হাই কমিশনার এবং অন্যান্য কূটনীতিবিদ ও আধিকারিকদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement