Advertisement

Indian-origin Family Missing: আমেরিকায় ৫ দিন ধরে নিখোঁজ ৪ ভারতীয় বংশোদ্ভূত, যাচ্ছিলেন ইসকনের মন্দিরে

মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত পরিবারের ৪ প্রবীণ নাগরিক। গত ২৯ জুলাই তাঁদের এক রেস্তোরাঁয় শেষবার দেখা গিয়েছিল।

নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়া যাওয়ার পথে নিখোঁজ এক ভারতীয় বংশোদ্ভূত পরিবার।নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়া যাওয়ার পথে নিখোঁজ এক ভারতীয় বংশোদ্ভূত পরিবার।
Aajtak Bangla
  • নিউ ইয়র্ক,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 1:55 PM IST
  • মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত পরিবারের ৪ প্রবীণ নাগরিক।
  • গত ২৯ জুলাই তাঁদের এক রেস্তোরাঁয় শেষবার দেখা গিয়েছিল।
  • সূত্রের খবর, নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া লং ড্রাইভে যাচ্ছিলেন তাঁরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত পরিবারের ৪ প্রবীণ নাগরিক। গত ২৯ জুলাই তাঁদের এক রেস্তোরাঁয় শেষবার দেখা গিয়েছিল। সূত্রের খবর, নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া লং ড্রাইভে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু গত ৫ দিন ধরে তাঁদের কোনও হদিশ মিলছে না। বিষয়টি সেদেশের পুলিশের নজরে আনা হয়েছে। প্রবীণ নাগরিকদের খোঁজে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, নিখোঁজ ৪ জন হলেন, ডাঃ কিশোর দিওয়ান (৮৯), আশা দিওয়ান (৮৫), শৈলেশ দিওয়ান (৮৬) এবং গীতা দিওয়ান (৮৪)। তাঁদের গত ২৯ জুলাই পেনসিলভানিয়ার এরির পিচ স্ট্রিটে বার্গার কিং রেস্তোরাঁয় শেষ দেখা গিয়েছিল। সেখানে ক্রেডিট কার্ডে পেমেন্টও করেছিলেন তাঁরা।

পেনসিলভেনিয়ার মার্শাল কাউন্টিতে এক স্বর্ণ প্রাসাদ আছে। সেখানেই যাচ্ছিলেন তাঁরা। এই স্বর্ণ প্রাসাদ সেদেশের খুব জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের শিষ্যরা এটি তৈরি করেছেন।

ডিভান পরিবারের দুই বৃদ্ধ ও তাঁদের স্ত্রীরা নিউ ইয়র্কের নম্বরপ্লেট (EKW2611) যুক্ত একটি হালকা সবুজ টয়োটা ক্যামরিতে করে যাত্রা করছিলেন। পুলিশের খবর, তাঁরা মঙ্গলবার রাতে ‘প্যালেস অফ গোল্ড’-এ থাকার পরিকল্পনা করেছিলেন। তবে WTRF.com-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁরা সেখানে পৌঁছননি। তাঁদের নামে কোনও বুকিংও ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯ জুলাইয়ের পর থেকে পরিবারের কোনও সদস্যের সঙ্গেই ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল টাওয়ার তথ্য থেকে জানা গিয়েছে, বুধবার ভোর ৩টের সময় মাউন্ডসভিলে শেষবার তাঁদের ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল।

মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি জানিয়েছেন, হেলিকপ্টার এবং অতিরিক্ত বাহিনী নামিয়ে খোঁজ জোরদার করা হয়েছে। তাঁর কথায়, "আমাদের কাছে কিছু সূত্র রয়েছে। আমরা ও আশপাশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলি তা তদন্ত করছি। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের খোঁজ মেলেনি।"

এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দাদের মধ্যে। এর আগে, জুন মাসে এক ভারতীয় যুবতী নিখোঁজ হন আমেরিকায় এসে। তাঁর নাম ছিল সিমরন, বয়স ২৪। খবর, তিনি নিউ জার্সিতে এক অ্যারেঞ্জড ম্যারেজের জন্য এসেছিলেন। তবে তদন্তকারীদের দাবি ছিল, বিয়ে না করেই আমেরিকায় আসার সুযোগ কাজে লাগিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।

Advertisement

এক মাসের মধ্যে দুই ভারতীয় বংশোদ্ভূত নিখোঁজের ঘটনায় মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Read more!
Advertisement
Advertisement