Advertisement

Dallas Motel Beheaded Case: ট্রাম্পের দেশে নৃশংসতা! ভারতীয়ের মুন্ডু কেটে ডাস্টবিনে ফেলল, স্ত্রী-ছেলের সামনেই

আমেরিকায় স্ত্রী, ছেলের সামনেই নৃশংসভাবে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে। ডালাসের একটি মোটেলের(ছোট হোটেল) ঘটনা। ধারাল অস্ত্র দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় ওই ব্যক্তির।

বাঁদিকে, অভিযুক্ত। ডানদিকে নিহত চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া।বাঁদিকে, অভিযুক্ত। ডানদিকে নিহত চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া।
Aajtak Bangla
  • ডালাস,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 10:12 AM IST
  • আমেরিকায় স্ত্রী, ছেলের সামনেই নৃশংসভাবে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে।
  • । ডালাসের একটি মোটেলের(ছোট হোটেল) ঘটনা।
  • ধারাল অস্ত্র দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় ওই ব্যক্তির।

আমেরিকায় স্ত্রী, ছেলের সামনেই নৃশংসভাবে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে। ডালাসের একটি মোটেলের(ছোট হোটেল) ঘটনা। ধারাল অস্ত্র দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় ওই ব্যক্তির। নিহতের নাম চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া (৫০)। স্ত্রী ও ছেলের সামনেই তাঁকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে এক সাফাইকর্মীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর, ডালাসের ডাউনটাউন স্যুইটস মোটেলে। স্থানীয়দের কথায়, হঠাতই গলফ কোর্স সংলগ্ন ওই মোটেলের চারপাশে প্রচুর পুলিশের গাড়ি এসে ঘিরে ফেলে। তারপরেই লোকের মুখে মুখে এই ঘটনার কথা চাউর হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ইয়র্ডানিস কাবোস-মার্টিনেজকে গ্রেফতার করা হয়েছে। 

কীভাবে, কেন খুন?
পুলিশ সূত্রে খবর, এক মহিলা সহকর্মীর সঙ্গে মোটেলের ঘর পরিষ্কার করছিলেন অভিযুক্ত। সেই সময় চন্দ্রমৌলি তাঁদের ডেকে বলেন, তাঁর রুমের ওয়াশিং মেশিনটি খারাপ হয়ে আছে। সেটি যেন ব্যবহার করা না হয়। এই নিয়েই বচসা শুরু হয়। অভিযুক্ত সাফাইকর্মী সেই খারাপ ওয়াশিং মেশিনই ব্যবহার করবেন বলে জেদ চেপে ধরেন। এরপর হঠাতই ক্ষিপ্ত হয়ে ওঠে কাবোস-মার্টিনেজ।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কিছুক্ষণ পরেই অভিযুক্ত নিজের সঙ্গে রাখা একটি বড় ম্যাসেটি(বড় তলোয়ার জাতীয়, ঝোপ কাটতে ব্যবহৃত হয়) বের করে। তারপর আচমকা চন্দ্রমৌলির উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মোটেলের পার্কিং লটে দৌড়ে যান চন্দ্রমৌলি। অভিযুক্ত পিছন পিছন ধাওয়া করে গিয়ে হামলা চালায়।

চোখের সামনেই সম্পূর্ণ বিভীষিকার দৃশ্য দেখেন চন্দ্রমৌলির স্ত্রী ও ছেলে। তাঁরা বাধা দিতেও চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত তাঁদের সরিয়ে দিয়ে একের পর এক কোপ মারতে থাকেন। শেষ পর্যন্ত গলা কেটে দেন চন্দ্রমৌলির। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিহতের মাথায় বারবার লাথি মেরে পার্কিং লট জুড়ে ঘুরছে অভিযুক্ত। পরে সেটি ডাস্টবিনে ফেলে দেয়।

এই নৃশংস হত্যাকাণ্ডে শোকপ্রকাশ করেছে হিউস্টনের ভারতীয় দূতাবাস। এক্স (X) এ দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমস্তরকম সাহায্যের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে ডালাস পুলিশ। তদন্ত চলছে।

Advertisement

আতঙ্কে প্রবাসীরা
আমেরিকায় বসবাসরত বিভিন্ন দেশের সম্প্রদায়ের মধ্যে ক্রমেই আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ইউক্রেন থেকে আগত এক তরুণীর উপর হামলার ঘটনা ঘিরে তোলপাড় হয় আমেরিকা। তার পরপরই এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রবাসীরা। 

Read more!
Advertisement
Advertisement