Advertisement

Boycott Turkey: পাক-প্রেম উথলে উঠছে? ভারতের চালে বিশাল ক্ষতির মুখে তুরস্ক

ভারতের ‘বয়কট তুরস্ক’ অভিযানের জেরে তুর্কি পণ্যের চাহিদা কমছে। একইসঙ্গে ভারতে ব্যবসা করা তুরস্কের কোম্পানিগুলির অবস্থাও খারাপ। তুর্কি অ্যাভিয়েশন কোম্পানি Celebi বড় লোকসানের সম্মুখীন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2025,
  • अपडेटेड 10:54 AM IST

তুরস্কের পাকিস্তানপ্রীতি এবার তাদের ওপরই বড়সড় বোঝা হয়ে দাঁড়াল। ভারতের ‘বয়কট তুরস্ক’ অভিযানের জেরে তুর্কি পণ্যের চাহিদা কমছে। একইসঙ্গে ভারতে ব্যবসা করা তুরস্কের কোম্পানিগুলির অবস্থাও খারাপ। তুর্কি অ্যাভিয়েশন কোম্পানি Celebi বড় লোকসানের সম্মুখীন। বৃহস্পতিবার ভারত সরকার এই কোম্পানির সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে। এই সংস্থা মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করত। ভারতে তাদের বিপুল কাজের বরাত ছিল। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পরেই মাত্র দুই দিনের মধ্যেই কোম্পানির বাজারমূল্য এক-তৃতীয়াংশ কমে যায়। শুধু তাই নয়, ভারতে কর্মরত Celebi-র প্রায় ৩৮০০ কর্মীর চাকরিও অনিশ্চিত হয়ে পড়েছে।

পাকিস্তানের পাশে তুরস্ক?

২২ এপ্রিল ২০২৫ তারিখে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ঘটনার জেরে ভারত পাকিস্তান ও পিওকে-এর জঙ্গিঘাঁটিতে বিমান হানা চালায়। পাল্টা পাকিস্তান সীমান্তে নাশকতার চেষ্টা করে। ভারত দৃঢ় প্রত্যাঘাত করে। এই টানাপড়েনের মধ্যেই হঠাৎ তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ায়। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এরও সমালোচনা করে তারা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং ভারতে তুরস্কবিরোধী মনোভাব প্রকট হয়।

তুরস্ককে একের পর এক ধাক্কা

গত বৃহস্পতিবার ভারত সরকার Celebi Aviation-এর সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে। একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BCAS-এর নির্দেশিকায় বলা হয়েছে, ২১ নভেম্বর ২০২২ সালে Celebi Airport Services India Pvt Ltd-কে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুমোদন এখন রদ হয়েছে।

এই কোম্পানি দিল্লি, মুম্বই, চেন্নাই সহ দেশের ৯টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ও এয়ারসাইড অপারেশন চালাত। সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল হওয়ার পর তাদের সব কাজ বন্ধ হয়ে গেছে।

ভারতে তুর্কি পণ্যের বয়কট

এই বড় ধাক্কার আগেই ‘বয়কট তুরস্ক’ অভিযানের জেরে ভারতে তুরস্ক থেকে আমদানি হওয়া আপেল সহ নানা পণ্যের চাহিদা কমে যায়। পর্যটননির্ভর তুরস্কের অর্থনীতি আরও চাপে পড়ে, যখন ভারতীয় ট্রাভেল প্ল্যাটফর্মগুলি তুরস্ক সফরের প্যাকেজ বাতিল করতে শুরু করে। EaseMyTrip, MakeMyTrip, Ixigo তুরস্ক ও আজারবাইজানে না যাওয়ার পরামর্শ দেয়। Go Homestays তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি বাতিল করে।

Advertisement

তুর্কি কোম্পানির শেয়ারে ধস

ভারতের সিদ্ধান্তে Celebi Airport Services India-র বাজারমূল্যে এক ধাক্কায় ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। Istanbul Stock Exchange-এ মাত্র দুই ট্রেডিং সেশনে Celebi Hava Servisi AS-এর শেয়ার ২০ শতাংশ পড়ে গিয়ে দাঁড়ায় ২০০২ লিরায়। কোম্পানির মার্কেট ভ্যালু কমে দাঁড়ায় ৪.৮ বিলিয়ন লিরা, যা তাদের ৫২ সপ্তাহের উচ্চতা থেকে ৩০ শতাংশ কম।

৩৮০০ কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত

এই সিদ্ধান্তের ফলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই সহ ৯টি প্রধান বিমানবন্দরে Celebi-র কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন চুক্তি দিয়ে অন্য সংস্থাগুলিকে দায়িত্ব দিয়েছে। Celebi গত অর্থবর্ষে ১৫২২ কোটি টাকার রাজস্ব ও ৩৯৩ কোটি টাকার EBITDA অর্জন করেছিল। Celebi Delhi CargoCelebi NAS সবচেয়ে লাভজনক ইউনিট ছিল। এই দুটি ইউনিট মিলিয়ে ১৮৮ কোটি টাকা ট্যাক্স-পরবর্তী মুনাফা করে।

ভারতে তাদের ১৮৩ কোটি টাকার বকেয়া ঋণ ও ২০০-২৫০ মিলিয়ন ডলারের ইনফ্রা বিনিয়োগ এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে Celebi দিল্লি হাই কোর্টে আবেদন করেছে। সোমবার সেই মামলার শুনানি হবে। তবে বলা হচ্ছে, এই সিদ্ধান্তে সংস্থার ৩৮০০ কর্মী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য পরিষেবা সংস্থার মাধ্যমে তাঁদের কাজে রাখা হবে।

Read more!
Advertisement
Advertisement