Advertisement

Iran-US Relation: ইরানের মারাত্মক হুঁশিয়ারি আমেরিকাকে, 'পরমাণু বোমা ছাড়া উপায় দেখছি না'

এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি তার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে না আনে, তবে দেশটির ওপর বোমাবর্ষণ করা হবে।

খামেনিই ও ডোনাল্ড ট্রাম্পখামেনিই ও ডোনাল্ড ট্রাম্প
Aajtak Bangla
  • তেহরান,
  • 01 Apr 2025,
  • अपडेटेड 12:13 PM IST
  • খামেনির পাল্টা হুঁশিয়ারি আমেরিকাকে
  • আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরানও
  • কূটনৈতিক সমাধানের আশা এখনও আছে?

বিশ্ব পরমাণু যুদ্ধের দিকেই এগোচ্ছে? পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধেরই যেন ইঙ্গিত স্পষ্ট। রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আবহে এবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি সাফ জানিয়ে দিলেন,  যদি আমেরিকা বা তার বন্ধুরা ইরানে হামলা চালায়, তাহলে আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র তৈরির পথ বেছে নিতে বাধ্য হবে তেহরান।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, 'আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না। কিন্তু যদি আমাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আত্মরক্ষার জন্য আমাদের সে পথেই হাঁটতে হবে।'

খামেনির পাল্টা হুঁশিয়ারি আমেরিকাকে

এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি তার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে না আনে, তবে দেশটির ওপর বোমাবর্ষণ করা হবে। এনবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প বলেছেন, 'ইরান যদি চুক্তিতে রাজি না হয়, তাহলে বোমা পড়বে।' এর জবাবে খামেনি বলেন, 'আমরা মনে করি না তারা সত্যিই হামলা করবে। কিন্তু যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে, তবে তারা উপযুক্ত প্রতিশোধ পাবে।'

আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরানও

ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র Tehran Times জানাচ্ছে, দেশটি তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে ‘তৎপর অবস্থায়’ রেখেছে। যদি হামলা হয়, তবে 'যুক্তরাষ্ট্র-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে' পাল্টা আঘাত হানার জন্য ইরান প্রস্তুত বলে দাবি করা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদে এক চিঠিতে মার্কিন হুমকিকে 'যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র বা তার দোসর ইসরাইল যদি হামলা চালায়, তাহলে ইরান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।'

কূটনৈতিক সমাধানের আশা এখনও আছে?

আমেরিকার তরফে বলা হয়েছে, তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। তবে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, 'আমরা আলোচনায় ভয় পাই না। কিন্তু অতীতে আমাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। তারা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুক।'ওয়াশিংটনও জানিয়ে দিয়েছে, ইরান যদি পরমাণু চুক্তিতে রাজি না হয়, তাহলে তাকে খারাপ পরিণতি ভোগ করতে হবে।

Advertisement

বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে দুই পক্ষই একে অপরের ওপর চাপ তৈরি করছে। তবে সামরিক সংঘাতের ঝুঁকি যেভাবে বাড়ছে, তাতে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিতে পারে।

Read more!
Advertisement
Advertisement