Advertisement

Pakistan Blast: আবার পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে এই বিস্ফোরণের জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই ঘটনায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মাস খানেক আগে আফগান তালিবানদের ঐতিহাসিক প্রশিক্ষণ ক্ষেত্র পাকিস্তানের নওশেরা জেলার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় জেইউআই-এস নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি এবং আরও পাঁচজন প্রাণ হারান।

আবার পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, হতাহতের খবর নেইআবার পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ, হতাহতের খবর নেই
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 14 Mar 2025,
  • अपडेटेड 5:08 PM IST
  • মাত্র কয়েকদিন আগেই বেলুচিস্তানে একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের বন্দি করে বালুচ লিবারেশন আর্মি
  • বেলুচিস্তানও আফগানিস্তানের সীমান্তবর্তী

পাকিস্তানের ওয়াজিরিস্তান অঞ্চলে শুক্রবারের নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণ। ঘটনায় একজন স্থানীয় ইসলামপন্থী নেতা এবং শিশু সহ তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জমিয়তে উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) রাজনৈতিক দলের স্থানীয় নেতা আবদুল্লা নাদিমকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। নাদিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা এখনও গুরুতর। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, মাওলানা আব্দুল আজিজ মসজিদে বিস্ফোরণে আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে এই বিস্ফোরণের জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই ঘটনায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মাস খানেক আগে আফগান তালিবানদের ঐতিহাসিক প্রশিক্ষণ ক্ষেত্র পাকিস্তানের নওশেরা জেলার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় জেইউআই-এস নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি এবং আরও পাঁচজন প্রাণ হারান।

মাত্র কয়েকদিন আগেই বেলুচিস্তানে একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের বন্দি করে বালুচ লিবারেশন আর্মি। বেলুচিস্তানও আফগানিস্তানের সীমান্তবর্তী। তাই পাকিস্তান সরকার এই হামলায় কাবুলের জড়িত থাকার অভিযোগ করেছে। যদিও আফগানিস্তান বালুচ যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement