Advertisement

Gaza Tactical Pause: শোচনীয় পরিস্থিতি, গাজার তিন এলাকায় রোজ ১০ ঘণ্টা করে যুদ্ধবিরতি ইজরায়েলের

গাজার তিনটি ঘনবসতিপূর্ণ এলাকায় 'সাময়িক যুদ্ধবিরতি' লাগু। রবিবার এমনই সিদ্ধান্তের কথা জানাল ইজরায়েলের সেনাবাহিনী। গাজায় খাদ্যদ্রব্য সরবরাহ এবং ত্রাণ পাঠানোর গতি বজায় রাখতেই এই পদক্ষেপ।

গাজায় খাদ্যদ্রব্য সরবরাহ এবং ত্রাণ পাঠানোর গতি বজায় রাখতেই এই পদক্ষেপ।গাজায় খাদ্যদ্রব্য সরবরাহ এবং ত্রাণ পাঠানোর গতি বজায় রাখতেই এই পদক্ষেপ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2025,
  • अपडेटेड 12:14 PM IST
  • গাজার তিনটি ঘনবসতিপূর্ণ এলাকায় 'সাময়িক যুদ্ধবিরতি' লাগু।
  • রবিবার এমনই সিদ্ধান্তের কথা জানাল ইজরায়েলের সেনাবাহিনী।
  • গাজায় খাদ্যদ্রব্য সরবরাহ এবং ত্রাণ পাঠানোর গতি বজায় রাখতেই এই পদক্ষেপ।

Israel Gaza Pause: গাজার তিনটি ঘনবসতিপূর্ণ এলাকায় 'সাময়িক যুদ্ধবিরতি' লাগু। রবিবার এমনই সিদ্ধান্তের কথা জানাল ইজরায়েলের সেনাবাহিনী। গাজায় খাদ্যদ্রব্য সরবরাহ এবং ত্রাণ পাঠানোর গতি বজায় রাখতেই এই পদক্ষেপ। রয়টার্স সূত্রে খবর, গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটি, এই তিনটি অঞ্চলে রোজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সাময়িক বিরতি বহাল থাকবে। ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) জানিয়েছে, 'ত্রাণ পৌঁছনোর স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গাজার অন্যান্য অংশে সামরিক অভিযান আগের মতোই অব্যাহত রাখা হবে।'

সেনা সূত্রে আরও জানা যাচ্ছে, গাজায় ‘স্থায়ী সুরক্ষিত রুট’ চিহ্নিত করা হয়েছে। এই নির্দিষ্ট পথেই সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এই রুট খোলা থাকবে। ২৭ জুলাই থেকে এই রুটে ত্রাণ এবং সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ইজরায়েলের সেনাবাহিনীর বক্তব্য, 'রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক স্বার্থে সমস্তরকম ত্রাণের জন্য আমরা সহায়তা করব। তবে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আগের মতোই অভিযান জারি থাকবে।'

IDF-র আরও জানিয়েছে, 'ইজরায়েলের নাগরিকদের সুরক্ষার্থেই গাজায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে।'

রবিবার থেকে গাজায় বিমানে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া শুরু করেছে ইজরায়েল। এর আগে শুক্রবার জানানো হয়েছিল যে, চাইলে অন্যান্য দেশও গাজায় রসদ পাঠাতে পারে। সেই রাস্তা খোলাই আছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস সূত্রে খবর, এই সিদ্ধান্তের পরই UK দ্রুত গাজায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নেয়।

রয়টার্স সূত্রে খবর, তীব্র আন্তর্জাতিক চাপ ও গাজা জুড়ে ক্ষুধার্ত মানুষের আর্তির মুখে মিশর সীমান্ত দিয়ে গাজার দিকে বেশ কিছু ত্রাণবাহী ট্রাক রওনা হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement