Advertisement

Israel-Hamas Treaty: ইজরায়েল-হামাস যুদ্ধে ৪৭ দিন পর বিরতি, মুক্তি পাচ্ছেন যুদ্ধবন্দিরাও

প্রায় ৫০ জন যুদ্ধবন্দিকে মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি করতে চলেছে ইজরায়েল। বুধবার ভোরে ইজরায়েলের মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন দেয়। এই ইজরায়েলি ব্যক্তিদের, গত ৭ অক্টোবর অপহরণ করে ধরে নিয়ে গিয়েছিল হামাস। গাজায় নিয়ে যাওয়া হয় তাঁদের।  বহু টাকার বিনিময়ে 'জিম্মি' মুক্তি করার জন্য এই ব্যক্তিদের ছাড়ানোর চুক্তি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার। টাইমস অফ ইজরায়েলের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। 

Aajtak Bangla
  • তেল আবিব,
  • 22 Nov 2023,
  • अपडेटेड 10:46 AM IST
  • প্রায় ৫০ জন যুদ্ধবন্দিকে মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি করতে চলেছে ইজরায়েল।
  • বুধবার ভোরে ইজরায়েলের মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন দেয়। এই ইজরায়েলি ব্যক্তিদের, গত ৭ অক্টোবর অপহরণ করে ধরে নিয়ে গিয়েছিল হামাস।
  • গাজায় নিয়ে যাওয়া হয় তাঁদের। বহু টাকার বিনিময়ে 'জিম্মি' মুক্তি করার জন্য এই ব্যক্তিদের ছাড়ানোর চুক্তি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার।

প্রায় ৫০ জন যুদ্ধবন্দিকে মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি করতে চলেছে ইজরায়েল। বুধবার ভোরে ইজরায়েলের মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন দেয়। এই ইজরায়েলি ব্যক্তিদের, গত ৭ অক্টোবর অপহরণ করে ধরে নিয়ে গিয়েছিল হামাস। গাজায় নিয়ে যাওয়া হয় তাঁদের। বহু টাকার বিনিময়ে 'জিম্মি' মুক্তি করার জন্য এই ব্যক্তিদের ছাড়ানোর চুক্তি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার। টাইমস অফ ইজরায়েলের এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। 

চুক্তির বিস্তারিত তথ্যাদি এখনও প্রকাশ করা হয়নি। তবে ইজরায়েলের এক সরকারি আধিকারিক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, চুক্তির মাধ্যমে প্রতিদিন ১২-১৩ জন করে মোট ৫০ জন ইজরায়েলি, বেশিরভাগ মহিলা এবং শিশুকে মুক্ত করবে হামাস।

হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার আন্তর্জাতিক মহলের চাপের পর শেষমেশ ইজরায়েল চার দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতির বিনিময়ে 'জিম্মি'দের বের করে আনার চুক্তির বিষয়ে মঙ্গলবার খবর প্রকাশিত হয়। হামাস এবং ইজরায়েল সেই সময়ে জানিয়েছিল, তাদের চুক্তি প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে। চুক্তির আলোচনার মধ্যস্থতায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রথমে, হামাস এই বন্দিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করবে। তারপরে তাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ) কাছে হস্তান্তর করা হবে।

চুক্তি অনুযায়ী, ইজরায়েলের কারাগারে বন্দি প্যালেস্তাইনের মহিলা ও শিশুদের মুক্তির অনুমতি দেওয়া হবে। তাঁদের মূলত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে তাঁদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে। ইজরায়েল যদিও কতজনকে মুক্তি দেওয়া হবে, তার সংখ্যা বলেনি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে সেই সংখ্যা ১৫০ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, ইজরায়েল গাজায় অতিরিক্ত জ্বালানি এবং বিপুল পরিমাণ মানবিক সহায়তার অনুমতি দিতে সম্মত হয়েছে। প্যালেস্তাইনি ছিটমহলে ইজরায়েল গাজায় জ্বালানি ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement