Israel–Hamas war: কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে মারাত্মক রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। আর তার পরেই বড় সিদ্ধান্ত নিল ইজরায়েল। দক্ষিণ গাজার রাফাহ শহরে পাল্টা হামলা চালাল ইজরায়েল।
হামাস-নিয়ন্ত্রিত ছিটমহলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ইজরায়েলের পাল্টা হামলার ফলে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই খবর।
ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাফাহ থেকে সীমান্ত ক্রসিংয়ের দিকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। আর তারপরেই গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টিভি চ্যানেল বলছে, তাদের ১০ জন জওয়ান বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। কতক্ষণ ক্রসিং বন্ধ থাকবে তা এখনও স্পষ্ট নয়।
গাজায় যুদ্ধবিরতির জন্য আরও কয়েক দফার আলোচনা হয়েছে। আর সেই আলোচনা শেষ হতে না হতেই ফের এই হামলা চালানো হয়।
রবিবার, হামাস জানিয়েছে, তাদের মূল দাবি নিয়ে 'গভীর ও গুরুতর' আলোচনা সত্ত্বেও ইজরায়েল তা ফের প্রত্যাখ্যান করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট এমনটাই উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য পশ্চিমী নেতারা এই বিষয়ে একাধিকবার ইজরায়েলকে সতর্ক করেছে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের শেষ শক্ত ঘাঁটি রাফাহতে সামরিক আক্রমণ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন।
ইজরায়েল হামাসকে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার জন্য এক সপ্তাহের সময় দিয়েছে। এর মধ্যে চুক্তিতে রাজি না হলেই রাফাহ আক্রমণ করবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইজরায়েল।