একদিকে 'টিম মেলোডি'-র জনপ্রিয়তা। অন্যদিকে চিন সফর। ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা বজায় রেখেই চিন সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রবিবার চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। চিনের সঙ্গে তিন বছরের কর্মপরিকল্পনায় স্বাক্ষর করেন। ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এটিই মেলোনির প্রথম চিন সফর। মোট পাঁচ দিনের সফরে গিয়েছেন তিনি।
মেলোনির এই সফরের ফলে ইতালি-চিন সম্পর্ক ট্র্যাকে ফিরবে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, মেলোনি চিনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছেন। মেলোনি বলেন যে, ইতালি ও চিনের মধ্যে স্বাক্ষরিত এই স্মারকে EV এবং নবায়নযোগ্য শিল্পের চুক্তি রয়েছে।
চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এক বৈঠকে মেলোনি বলেন, আমাদের অনেক কাজ বাকি। আমার বিশ্বাস, এই কাজ শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়েই নয়, বহুপাক্ষিক পর্যায়েও গুরুত্বপূর্ণ।
মেলোনি প্রায়শই চিনা বিনিয়োগকে ইতালির অর্থনৈতিক দুর্বলতা হিসেবে উল্লেখ করেন। গত বছর ইতালি চিনের বিআরআই প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছে। এই কারণে ইতালি ও চিনর মধ্যে সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে পড়ে। তবে এখন মেলোনির এই সফরকে দুই দেশের সম্পর্ককে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
রবিবার ইতালি-চিন ব্যবসায়িক ফোরামেও অংশ নিয়েছিলেন মেলোনি। সেখানে টায়ার কোম্পানি পিরেলি, শক্তি উৎপাদক ENI, ডিফেন্স গ্রুপ লিওনার্দো, ওয়াইন উৎপাদক সহ অনেক বেশ কিছু ইতালিয়ান কোম্পানিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
মেলোনি বলেন যে এটি আমাদের কমন স্বার্থের ছবি। চিনর প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, ইতালি এবং চিনের উচিত জয়ের মানসিকতা গ্রহণ করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি করা, যাতে সম্পর্ক আরও টেকসই হতে পারে।