অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। নিকেশ হয়েছিল বহু জঙ্গি। সেই জঙ্গিদের শেষযাত্রায় দেখা যায় পাকিস্তানের জওয়ানদের। তাদের তরফে সম্মানও জানানো হয় মৃতদের। আর তা হয়েছিল পাকিস্তানের আর্মি চিফের নির্দেশেই। বিস্ফোরক তথ্য ফাঁস করল জইশ ই মহম্মদের কমান্ডার ইলিয়াস কাশ্মীরি। যদিও অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান দাবি করে আসছিল, তাদের দেশে কোনও জঙ্গিঘাঁটি নেই। পাক সরকারের তরফে এই বিষয়ে যে মিথ্যা বলা হচ্ছিল, তাই প্রমাণ হয়ে গেল ইলিয়াসের বক্তব্যে।
পাকিস্তানেই সম্প্রতি একটি সভা করে জইশ ই মহম্মদের কমান্ডার ইলিয়াস কাশ্মীরি। প্রকাশ্য সেই সভা থেকে একাধিক তথ্য সামনে আনে সে। ভারতের বিরুদ্ধে কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার যে সক্রিয় ছিল তা স্বীকার করে। জানায়, দিল্লি ও মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে মাসুদের হাত ছিল। ভারত বিরোধী কার্যকলাপ চালায় সেই জঙ্গি নেতা। তার লক্ষ্যই হল ভারতের ক্ষতি। তারপরই ইলিয়াস জানায়, অপারেশেন সিঁদুরের জেরে বাহওয়ালপুরে মৃত জঙ্গিদের শেষকৃত্যে সেনার অফিসারদের সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আর্মি চিফের তরফে।
এই ইলিয়াসেরও সম্প্রতি আর একটি ভিডিও সামনে এসেছিল। সেখানে তাকে বলতে শোনা যায়, অপারেশন সিঁদুরে শেষ হয়ে গিয়েছে মাসুদ আজহারের পরিবার। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনের সুপ্রিমোর প্রিয়জনদের দেহ। ভারতীয় সেনা ঘরে ঢুকে সব শেষ করে দিয়েছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। তার বদলা হিসেবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনাবাহিনী। বাহওয়ালপুরে জইশ ই মহম্মদের সদর দফতরে হামলা চালানো হয়। প্রাণ যায় ওই জঙ্গি নেতার পরিবারের একাধিক সদস্যের। এছাড়াও আরও অনেক জঙ্গিকে নিকেশ করে ভারত।
যদিও পাকিস্তান সরকার ও প্রশাসনের তরফে বারবার দাবি করা হয়েছে, তাদের দেশে সন্ত্রাসবাদীদের কোনও ঘাঁটি নেই। তবে সেই দাবি যে মিথ্যে তা প্রমাণ করে দিল ইলিয়াসের বক্তব্য।