Advertisement

JD Vance: ভেনেজুয়েলা-আবহেই US ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকার চেষ্টা! আটক এক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে ঢোকার চেষ্টা। ওহাইওর বাসভবনের বাইরে থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সম্ভবত বাড়ির কাঁচের জানলা ভেঙে ঢোকার চেষ্টা করছিল অভিযুক্ত।

মাঝরাতে ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হানা! ওহাইওতে ভাঙা জানলা, আটক সন্দেহভাজনমাঝরাতে ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হানা! ওহাইওতে ভাঙা জানলা, আটক সন্দেহভাজন
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 7:10 PM IST

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে ঢোকার চেষ্টা। ওহাইওর বাসভবনের বাইরে থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সম্ভবত বাড়ির কাঁচের জানলা ভেঙে ঢোকার চেষ্টা করছিলেন অভিযুক্ত। প্রশাসনের দাবি, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রেক্ষিতে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে এই দুই ঘটনার কোনও যোগ আছে কিনা, তা জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ওহাইওর সিনসিনাটির অভিজাত এলাকায়। স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ১৫ মিনিট নাগাদ বাড়ির কাছাকাছি এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে দৌড়তে দেখা যায়। সেই দৃশ্য নজরে পড়তেই তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে সতর্ক করেন মার্কিন সিক্রেট সার্ভিসের এক আধিকারিক। 

খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় সিনসিনাটি পুলিশ এবং সিক্রেট সার্ভিসের একাধিক টিম। যৌথ তল্লাশি অভিযানের পর অল্প সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। কী উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঢুকেছিলেন, তাও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে এও মনে করা হচ্ছে যে, ওই ব্যক্তি চেষ্টাই করেছিলেন। শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের বাড়ির ভিতরে ঢুকতে পারেননি।

আরও পড়ুন

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ঘটনার সময় জেডি ভ্যান্স ও তাঁর পরিবার ওই বাড়িতেই ছিলেন না। ফলে বড়সড় কোনও বিপদের আশঙ্কা তৈরি হয়নি। তবে কিছু ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির একাধিক জানালা ভাঙা। কীভাবে ওই জানালাগুলি ভাঙল, তা এখনও পরিষ্কার নয়। ওই ব্যক্তিই কি জানলার কাঁচ ভেঙে ঢোকার চেষ্টা চালাচ্ছিলেন? তদন্তে পুলিশ ও সিক্রেট সার্ভিস।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে ঢোকার চেষ্টা হয়েছিল কি না, জানালার ক্ষতির নেপথ্যে কী কারণ, এবং আটক হওয়া ব্যক্তির ভূমিকা; সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবন ঘিরে এই ধরনের নিরাপত্তা বিঘ্ন স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। যদিও সিক্রেট সার্ভিস এবং স্থানীয় পুলিশের তৎপরতায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে বলে মত প্রশাসনের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গভীর রাতে ভাইস প্রেসিডেন্টের বাড়ির সামনে এমন ঘটনায় যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

Read more!
Advertisement
Advertisement