Advertisement

Joe Biden Cancer: ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, 'পাশে আছি', বার্তা ট্রাম্পের

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন। শুধু তাই নয়, এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে তাঁর হাড়েও। রবিবার তার দফতরের এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে।

Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 19 May 2025,
  • अपडेटेड 7:53 AM IST

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন। শুধু তাই নয়, এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে তাঁর হাড়েও। রবিবার তার দফতরের এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে। ৮২ বছরের বাইডেন গত শুক্রবার প্রস্রাবজনিত সমস্যার কথা জানান চিকিৎসকদের। এরপরই শুরু হয় পরীক্ষানিরীক্ষা। জানা যায়, তিনি প্রোস্টেট ক্যানসারের গুরুতর স্টেজে রয়েছেন।

বাইডেনের অফিস থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রোস্টেট ক্যানসার আগ্রাসী হলেও রোগটি ‘হরমোন-সেনসিটিভ’। ফলে চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে, এমন ক্ষেত্রে হরমোন থেরাপি, কেমোথেরাপি এবং হাড়কে টার্গেট করে চিকিৎসা কার্যকর হতে পারে।

এই সপ্তাহেই ধরা পড়ল ক্যানসার

সপ্তাহের শুরুতে প্রস্রাবের সমস্যার জন্য বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। তখনই রুটিন চেকআপে তাঁর প্রোস্টেটে একটি ছোট পিণ্ড পান চিকিৎসকরা। এরপর আরও পরীক্ষার পর শুক্রবার কনফার্ম হয় যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসার ছড়িয়ে পড়েছে তাঁর হাড়েও।

প্রতিক্রিয়া ট্রাম্পের

জো বাইডেনের শারীরিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মেলানিয়া এবং আমি বাইডেনের স্বাস্থ্য সম্পর্কে শুনে দুঃখিত। আমাদের শুভকামনা রইল জিল এবং তাঁর পরিবারের জন্য। বাইডেন দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।'

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট।

চিকিৎসার খবর ঘিরে রাজনীতিতে আলোড়ন

জো বাইডেন ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর তিনি হঠাৎ করেই পুনরায় নির্বাচনে না-লড়ার সিদ্ধান্ত নেন। তারপর ডেমোক্র্যাটিক পার্টি কমলা হ্যারিসকে প্রার্থী ঘোষণা করে। তবে নভেম্বর ২০২৪-এর নির্বাচনে তিনিও ট্রাম্পের কাছে পরাজিত হন।

Read more!
Advertisement
Advertisement