Advertisement

Frank Caprio Died: 'বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক' ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রয়াত, ক্যান্সারে ভুগছিলেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে VIDEO

Caught in Providence: ইনস্টাগ্রাম সহ ফ্র্যাঙ্কের যাবতীয় সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ঠিক যেভাবে ভাইরাল হয়েছে, তাঁর প্রতিটি বিচারসভা। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ও শর্টভিডিও-তে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বিচারসভা দেখেননি, এমন মানুষ কমই রয়েছেন।

বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রয়াতবিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রয়াত
Aajtak Bangla
  • নিউ ইয়র্ক,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 9:42 AM IST
  • অভিযুক্তও ফ্র্যাঙ্কের ভক্ত হয়ে যান
  • মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শেষ ভিডিও
  • কে ছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও?

'বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক' হিসেবেই তাঁকে মনে রাখবে মানুষ। শুধু বিচারক ছিলেন না, সোশ্যাল মিডিয়া তারকাও। তাঁর বিচার ও রায়দানে মুগ্ধ হয়ে যেতেন আপামর বিশ্ব। হেন দেশ নেই যে, তাঁর ফ্যান নেই। সেই ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন। ৮৮ বছর বয়সে প্রয়াত 'Nicest judge in the world'। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন বিচারক। মৃত্যুর ২৪ ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন ফ্র্যাঙ্ক তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে তিনি তাঁর লক্ষ লক্ষ অনুরাগীর কাছে অনুরোধ করেন, তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করতে। 

অভিযুক্তও ফ্র্যাঙ্কের ভক্ত হয়ে যান

ইনস্টাগ্রাম সহ ফ্র্যাঙ্কের যাবতীয় সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ঠিক যেভাবে ভাইরাল হয়েছে, তাঁর প্রতিটি বিচারসভা। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ও শর্টভিডিও-তে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বিচারসভা দেখেননি, এমন মানুষ কমই রয়েছেন। যাঁরা তাঁর নাম জানেন না, তাঁরাও তাঁর মুখ দেখলে বলে দিতে পারেন, ইনিই সেই বিচারক, যাঁর এজলাসে আইনি পথেও মানবিকতার নিদর্শন দেখা যায়। অভিযুক্তও ফ্র্যাঙ্কের ভক্ত হয়ে যান।  

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শেষ ভিডিও

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন ক্যাপ্রিও। সেখানে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, তাঁর জন্য যেন আবার প্রার্থনা করা হয়। ভিডিওতে বিচারপতি ক্যাপ্রিওকে বলতে শোনা যায়, 'গত বছর আমি আপনাদের কাছে প্রার্থনা চেয়েছিলাম। আপনাদের প্রার্থনার জোরেই আমি কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। দুর্ভাগ্যবশত, এবার আবারও আমি সমস্যায় পড়েছি। হাসপাতালে ভর্তি আছি। তাই আবারও আপনাদের কাছে প্রার্থনা চাইছি।' তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি প্রার্থনার শক্তি অসাধারণ। ঈশ্বর আমাদের ওপর নজর রাখছেন। তাই আমাকে প্রার্থনায় স্মরণ করুন, অনুগ্রহ করে।' ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন,  'এই কঠিন লড়াই চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রার্থনাই আমার মনোবল বাড়াবে।'

Advertisement

পরিবারের আবেগঘন বিবৃতি

বুধবার ক্যাপ্রিওর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয় ইনস্টাগ্রামে। বিবৃতিতে লেখা হয়েছে, ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর শান্তিতে প্রয়াত হয়েছেন। তিনি তাঁর সহানুভূতি, বিনয়, আর মানুষের প্রতি অটল বিশ্বাস দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিলেন। তিনি শুধু বিচারক নন, ছিলেন এক আদর্শ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও প্রিয় বন্ধু। তাঁর অনুপ্রেরণায় অসংখ্য মানুষ দয়ার কাজ করেছেন।

কে ছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও?

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে বিচারক ছিলেন। এই আদালতের নামেই তৈরি হয়েছিল জনপ্রিয় শো ‘Caught in Providence’, যা এমি অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছিল। তাঁর আদালতের নানা রায় দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনও মানুষ দেখেন। সাধারণ মানুষকে ন্যায় দেওয়া সহজ ও সরল রায়, রসিকতা মিশ্রিত ব্যবহার, সবই অভিযুক্তকেও মুগ্ধ করত। শুধু আদালতের ভিডিও নয়, টিকটক ও ইনস্টাগ্রামে তিনি মজার ভিডিও পোস্ট করতেন, যেখানে কখনও কখনও ভাইরাল ভিডিওগুলিকেই বিচারকের আসনে বসে রায় শোনাতেন। তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ছিল ৩২ লক্ষেরও বেশি।

Read more!
Advertisement
Advertisement