মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। FBI ডিরেক্টর হিসাবে কাশ প্যাটেলের নাম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। কাশ প্যাটেলের আদতে গুজরাটি ঘরানার। ট্রাম্পের খুব কাছের লোকদের মধ্যে একজন। ২০১৭ সালে হাউজ পার্লামেন্টারি সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের সদস্য ছিলেন তিনি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়ান্দা নীতি সম্পর্ক তাঁর মতামতের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
শনিবার রাতে ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন। সেকানেই কাশ প্যাটেলের নিয়োগের বিষয়ে জানান। লেখেন, 'আমি গর্বের সঙ্গে জানাই, কাশ্যপ 'কাশ' প্যাটেল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরবর্তী ডিরেক্টর হিসাবে কাজ করবেন। কাশ একজন সফল আইনজীবী, তদন্তকারী এবং 'আমেরিকা ফার্স্ট' নীতির যোদ্ধা। দুর্নীতি ফাঁস, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকার মানুষের স্বার্থে তিনি তাঁর গোটা কেরিয়ার জুড়ে লড়াই করেছেন।'
শুরু থেকেই আমেরিকার গোয়েন্দা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে তাঁর FBI-এর মতো গুরুত্বপূর্ণ পদে কাশ প্যাটেলের নিয়োগ বেশ তাৎপর্যপূর্ণ।
শনিবার রাতে ট্রাম্প লেখেন, 'রাশিয়ার প্রতারণা ফাঁস করতে কাশ প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সত্য, দায়বদ্ধতা এবং সংবিধান রক্ষার চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন তিনি।'
কাশ প্যাটেল কে? (Who is Kash Patel?)
পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। ৪৪ বছর বয়স। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম। পরিবার গুজরাটের ভাদোদরা থেকে আমেরিকায় কর্মসূত্রে গিয়েছিল। ছোট থেকেই লেখাপড়ায় তুখোড়। সফল আইনজীবী ছিলেন। তাঁকে ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য মনে করা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি প্রেসিডেন্টের সহকারী এবং জাতীয় নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমনের সিনিয়র ডিরেক্টর ছিলেন।