কালো কোট পরে বাবা-মায়ের ঠিক মাঝের চেয়ারেই বসে ছিলেন খুদে কিম। মঙ্গলবার উত্তর কোরিয়ার জমকালো সামরিক ভোজসভায় সবার দৃষ্টি আকর্ষণ করেছিল সে। কয়েক মাস ধরেই সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে ৯ বছর বয়সি কিম জু আয়েকে। কিম জং উনের মেয়ে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে মেয়েটির এই ঘনঘন আনা-গোনাই জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের সেই পরবর্তী উত্তরসূরি।
কোরিয়ান পিপলস পার্টির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছিল এই আয়োজন। সেসময় কিম তার স্ত্রী রি সল জু দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারেক পরিদর্শন করেন। তারপর ভোজসভায় যোগ দেন। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি প্রতিবেদনে কিম তার সম্মানিত কন্যার ভোজনকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্ন পূরণ’ হিসাবে আখ্যা দেন। রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কিম এবং তার মেয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে অভিবাদন জানান।
কিমের দ্বিতীয় সন্তান কিম জু এ। একটি কালো স্যুট পরেছিল এবং ভোজসভায় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মাঝখানে বসেছিল। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সেই গোপনীয়তাকে দূরে ঠেলে মেয়েকে বারবারই প্রকাশ্যে আনছেন। সেসবের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ছে।