Advertisement

Masood Azhar Viral Audio: 'হাজার হাজার জঙ্গি আত্মঘাতী হামলার জন্য তৈরি', মাসুদ আজহারের অডিও ঘিরে চাঞ্চল্য

Masood Azhar Viral Audio: অডিওতে আজহার ‘শহাদত’-এর কথা তুলে বলেন, তাঁর সংগঠনের জঙ্গিরা নাকি কোনও পার্থিব সুবিধা চায় না, শুধু ‘মৃত্যুর পরের জয়’-ই তাদের লক্ষ্য। তিনি আরও দাবি করেন, যদি তাঁর বাহিনীর আসল সদস্যসংখ্যা প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়, “বিশ্ব মিডিয়ায় তোলপাড় লেগে যাবে।”

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 4:12 PM IST

Masood Azhar Viral Audio: পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের একটি অডিও বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল সেই ভয়েস ক্লিপে তিনি দাবি করেছেন, হাজার হাজার আত্মঘাতী জঙ্গি যেকোনও মুহূর্তে হামলার জন্য প্রস্তুত। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্য আদতে আজহারের আতঙ্কের প্রতিফলন, কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জইশ ঘাঁটিতে ভারতের লক্ষ্যমাত্রা-ভিত্তিক আঘাত তাদের নাড়িয়ে দিয়েছে।

অডিওতে আজহার ‘শহাদত’-এর কথা তুলে বলেন, তাঁর সংগঠনের জঙ্গিরা নাকি কোনও পার্থিব সুবিধা চায় না, শুধু ‘মৃত্যুর পরের জয়’-ই তাদের লক্ষ্য। তিনি আরও দাবি করেন, যদি তাঁর বাহিনীর আসল সদস্যসংখ্যা প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়, “বিশ্ব মিডিয়ায় তোলপাড় লেগে যাবে।”

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অডিও সাধারণত তখনই প্রকাশ্যে আসে, যখন কোনও জঙ্গি সংগঠন ভয়াবহ চাপের মধ্যে পড়েছে। সাম্প্রতিক ভারতীয় স্ট্রাইকে জইশের বহু জঙ্গি মারা যাওয়ার পর থেকেই মাসুদ আজহার মানসিকভাবে বিপর্যস্ত। এমনই মনে করছেন নিরাপত্তা মহলের অনেকে। তাঁদের মত, এই বক্তব্যের উদ্দেশ্য ভয় ছড়ানো, নিজেদের শক্তি দেখানো এবং সমর্থকদের মনোবল ধরে রাখা।

আরও পড়ুন

উল্লেখ্য, এই অডিওর সঠিক প্রকাশ-তারিখ এখনও নিশ্চিত নয়। তবে এটি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে। ২০১৯ সালে বাহাওয়ালপুরে তাঁর আস্তানায় রহস্যজনক বিস্ফোরণের পর থেকেই আজহার আর প্রকাশ্যে দেখা দেননি। তবে মাঝেমধ্যেই তাঁর নামে নানা বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। একইসঙ্গে সম্প্রতি আরেকটি রিপোর্টে উঠে এসেছে,  ভারতীয় সেনায় কর্মরত হিন্দু মহিলাদের বিরুদ্ধে ‘মহিলা জিহাদি ব্রিগেড’ তৈরির উস্কানি দিচ্ছেন তিনি।

 

Read more!
Advertisement
Advertisement