
আমেরিকার মেইনের লিউইস্টনে বন্দুকবাজের এলোপাথারি গুলিতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ৬০ জন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার নাম রবার্ট কার্ড। তার পরনে খয়েরি রঙের শার্ট, কালো প্যান্ট, বাদামি রঙের জুতো। হাতে রয়েছে সেমিঅটোমেটিক রাইফেল।
জানা গিয়েছে, আমেরিকার রিজার্ভ সেনার একজন আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক ছিল কার্ড। জানা গিয়েছে, এই ব্যক্তি মানসিক অসুস্থ ছিল। কিছুদিন একটি মানসিক হাসপাতালেও ছিল। সম্প্রতি সে ছাড়া পায়। গুলি চলার ঘটনার পরপরই লুইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার একটি বিবৃতি জারি করে বলেছে যে এটি একটি গণহত্যা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সান জার্নাল জানিয়েছে, একটি বোলিং অ্যালি, একটি রেস্তরাঁ ও একটি ওয়ালমার্ট কেন্দ্রে গুলি চলেছে।
ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার কথা জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট লিউইস্টনে গুলি চালানোর বিষয়ে মেইনের গভর্নর জ্যানেট মিলস, সিনেটর অ্যাঙ্গাস কিং এবং সুসান কলিন্স এবং কংগ্রেসম্যান জ্যারেড গোল্ডেনের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন।