Advertisement

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, বাড়ছে মৃতের সংখ্যা

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সেসমোলজিক্য়াল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যামোসের গ্রিক আইল্যান্ডের ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। তীব্রতা ৬.৯। তবে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। তবে শহরের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্পের পরবর্তী ধাক্কা পাওয়া গেছে।

ভুমিকম্পের পর তুরস্কের অবস্থা, ছবিটি টুইটার থেকে নেওয়া হয়েছে (@EnginAltanDuz)ভুমিকম্পের পর তুরস্কের অবস্থা, ছবিটি টুইটার থেকে নেওয়া হয়েছে (@EnginAltanDuz)
Aajtak Bangla
  • আথেন্স,
  • 30 Oct 2020,
  • अपडेटेड 9:57 PM IST
  • ভয়াবহ ভূমিকম্প তুরস্কে
  • রিখটার স্কেলে তীব্রতা ৬.৯
  • ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, আহত, শতাধিক

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। আজ তুর্কির সমুদ্রতট থেকে স্যামোসের গ্রিন আইল্যান্ড পর্যন্ত এই ভুমিকম্প হয়। এই ঘটনায় পশ্চিম ইজ়মিত প্রদেশের বহু বাড়ি ভেঙে পড়েছে। আপাতত ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়ায় শতাধিক আহত হয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভেঙে পড়েছে লাইট পোস্টও।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা টুইট করে ইজ়মির অঞ্চলে চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন। আহত ১২০। সেইসঙ্গে তিনি জানিয়েছেন ৩৮টি অ্যাম্বুলেন্স, দুটো হেলিকপ্টার অ্যাম্বুলেন্স এবং ৩৫টি মেডিকেল টিম জরুরি ভিত্তিতে কাজ চালাচ্ছে।

আরও পড়ুন

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সেসমোলজিক্য়াল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যামোসের গ্রিক আইল্যান্ডের ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। তীব্রতা ৬.৯। তবে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। তবে শহরের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্পের পরবর্তী ধাক্কা পাওয়া গেছে। 

আশঙ্কা করা হচ্ছে, ওই ধ্বংসস্তুপের মধ্যে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা গেছে, ধ্বংসস্তুপ থেকে আপাতত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্যামোসের গ্রিক আইল্যান্ড থেকেও ধ্বংসের খবর পাওয়া গেছে। স্যামোস হাসপাতাল সূত্রে জানা গেছে, হালকা আঘাতের জন্য চারজনকে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রিক আইল্যান্ড অতিক্রম করে এই কম্পনের আঁচ গ্রিসের রাজধানী আথেন্স এবং বুলগেরিয়াতেও টের পাওয়া গেছে।

গ্রিক সিসমোলজিস্ট এফথিমোস লেক্কাস এই ভুমিকম্প নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না। এটাই প্রধান ভূমিকম্প কী না, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। লেক্কাস বললেন, "এখনই ঘটনাটি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে পারব না। আগে গোটা বিষয়টা আরও ভালো করে পর্যবেক্ষণ করি, তারপর বলব। তবে ইতিপূর্বে সমুদ্রতট অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। সেকারণে স্যামোসের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। স্যামোসের প্রধান বন্দরেই জলের স্তর অনেকটা বেড়ে গিয়েছিল। এমনকী, রাস্তায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।"

Advertisement

আজও তিনি স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন। কারণ এই ভূমিকম্পের আফটার-শক আসতেই পারে। তাতে আরও বড় ক্ষতি হতে পারে।

Read more!
Advertisement
Advertisement