
শনিবার রাতে গুলি চলল ক্যালিফোর্নিয়ার স্টকটনে। সেই ঘটনায় মৃত ৪, আহত ১০ বলে প্রাথমিকভাবে জানান হয়েছে সান জাওকুইন কান্ট্রি শেরিফ অফিসের পক্ষ থেকে।
যতদূর খবর, এই ঘটনা ঘটার পরই সেখানে পৌঁছে যায় পুলিশ। তারপর আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। তবে আহতদের স্বাস্থ্যের বিষয়ে আর কোনও আপডেট পাওয়া যায়নি।
পুলিশ তদন্ত চালাচ্ছে
তদন্তকারী দলের তরফে জানান হয়েছে, ঘটনাস্থলকে ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়ে গিয়েছে তদন্ত। প্রমাণ খোঁজার কাজ চালাচ্ছে তদন্তকারী দল। যদিও তদন্তের বিষয়ে কিছুই খোলসা করে জানান হয়নি। যার ফলে কারা গুলি চালল, তাদের উদ্দেশ্য কী ছিল, সেগুলি সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
১০ জন আহত বলে জানা গিয়েছে
একধিক সংবাদমাধ্যমে সূত্রে খবর, প্রায় ১০ জন আহত হয়েছে এই গুলি চালানোর ঘটনায়। তার মধ্যে ৯ এবং ১২ বছরের দুই বাচ্চা রয়েছে। শুধু তাই নয়, আহতদের মধ্যে একজনের বয়স ২৩।
জানা যাচ্ছে, একটি জন্মদিনের পার্টি চলছিল সে দিন। সেখানেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। সেই জায়গার একাধিক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার পরই একাধিক রোডকে বন্ধ করে দেওয়া হয়েছে।
অনেকেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন
এই ঘটনা সম্পর্কে অনেকেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমি গাড়ি নিয়ে অনুষ্ঠান স্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখনই শুনতে পারি গুলির শব্দ। কেউ কি জানেন এই ঘটনার সঙ্গে সাদা রঙের কোনও SUV যুক্ত কি না?' অন্য একজন লেখেন, 'একটা বাচ্চার জন্মদিনের পার্টি চলছিল। সেখানে পরিবারের অনেকেই উপস্থিত ছিল। আমরা বন্দুকের গুলির আওয়াজ শুনতে পাই। তবে প্রথমে সেই শব্দকে বাজির আওয়াজ ভেবে ভুল করি।' এখন দেখার তদন্তে কী বেরিয়ে আসে।