Advertisement

আবার নতুন ভাইরাসের কেস ব্রিটেনে! মাঙ্কিভাইরাস কতটা খতরনাক?

করোনার জেরে ধুঁকছে গোটা বিশ্ব। এরই মধ্যে নতুন ভাইরাস থাবা বসাতে শুরু করেছে ব্রিটেনে। ওই ভাইরাসের নাম Monkeypox।

মানিপক্স
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Jun 2021,
  • अपडेटेड 6:09 PM IST
  • Monkeypox- থাবা বসাতে শুরু করেছে ব্রিটেনে
  • এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত ২ জন

করোনার জেরে ধুঁকছে গোটা বিশ্ব। এরই মধ্যে নতুন ভাইরাস থাবা বসাতে শুরু করেছে ব্রিটেনে। ওই ভাইরাসের নাম  Monkeypox। সেদেশের সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত, সেখানে ২ জন আক্রান্ত হয়েছেন। আরও কারা কারা Monkeypox-এ আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে খোঁজ শুরু করেছে প্রশাসন। 

কী এই  Monkeypox?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণত মানুষ ও যে কোনও পশু এই Monkeypox-এ আক্রান্ত হয়। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলিতে Monkeypox হয়। সংক্রিত কোনও পশুর সংস্পর্শে এলে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এতে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা যায়। 

কীভাবে বুঝবেন Monkeypox-এ আক্রান্ত হয়েছেন? 


ব্রিটেনের গবেষকরা জানাচ্ছেন, Monkeypox-এ আক্রান্ত হওয়ার পর দিন পাঁচেকের মাথায় শরীরে Rash বেরোতে শুরু করে। প্রথমে শরীরের কয়েকটি জায়গাতে হয়। তারপর তা শরীরে ছড়াতে শুরু করে। লালচে Rash গুলো পরে ফোসকার চেহারা নেয়। 

কতটা মারাত্মক এই Monkeypox? 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, Monkeypox-এর জেরে মৃত্যুর হার ১১ শতাংশ পর্যন্ত যেতে পারে। যদিও সুখবর হল যে, এর নিরাময়ের জন্য রয়েছে ভ্যাকসিন। যা বেশ কার্যকর বলে আগেও প্রমাণিত হয়েছে। 

১৯৭০ সালে Monkeypox চরম আকার ধারণ করে 

গবেষকদের দাবি, ১৯৭০ সালে Monkeypox-এর সঙ্গে প্রথম পরিচিত হয় গোটা বিশ্ব। আফ্রিকার কঙ্গোতে অনেকে আক্রান্তও হয়েছিলেন। ২০০৩ সালে আমেরিকা-সহ বিভিন্ন দেশে এর সংক্রমণ ছড়ায়। যদিও পরে তা নিয়ন্ত্রণে চলে আসে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement