Advertisement

Mayanmar Again Earthquake: মায়ানমারে ফের ভূমিকম্প, শুক্রবার থেকে কাঁপল তিনবার

শুক্রবার পর পর দু’বার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। চোখের নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বহুতল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বহুতলের ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, ধুলোয় মিশে গেল গগনচুম্বী একটি বহুতল।

মায়ানমারে ভূমিকম্পমায়ানমারে ভূমিকম্প
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Mar 2025,
  • अपडेटेड 5:00 PM IST
  • শুক্রবার পর পর দু’বার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার।
  • চোখের নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বহুতল।

মায়ানমারে আবারও ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.১। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সে দেশে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী নেপিডোর কাছে বলে জানা গিয়েছে।

গতকাল, শুক্রবার জোড়া ভূমিকম্প আঘাত হানে মায়ানমারে । যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমার ও পাশের দেশ থাইল্যান্ডে। ভূমিকম্পের পরেও একাধিক কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে। সাধারণ মানুষ এখনও আতঙ্কিত। যদিও এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া মেলেনি। সতর্ক প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

শুক্রবার পর পর দু’বার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। চোখের নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বহুতল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বহুতলের ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, ধুলোয় মিশে গেল গগনচুম্বী একটি বহুতল। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকার আশঙ্কা। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১০০২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৬৭০। 

মায়ানমারে জোড়া ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে,  ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। প্রথম কম্পনের মাত্র ১২ মিনিটের মধ্যে আফটার শক। দ্বিতীয় কম্পনটি ১২টা ২ মিনিটে। 

আফগানিস্তানে ভূমিকম্প

শনিবার ভোর ৫টা ১৬ মিনিটে কম্পন অনুভূত হয় আফগানিস্তানেও। ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে কেন্দ্রস্থল। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৪.৭। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

ভারতের সাহায্য 

মায়ানমারের ভূমিকম্পের পর পাশে দাঁড়িয়েছে ভারত। সমবেদনা প্রকাশ করেন। ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য #OperationBrahma-এর অধীনে সাহায্য পাঠানো হয়েছে মায়ানমারে। ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে। 

Read more!
Advertisement
Advertisement